ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাহফুজ রাব্বির ছক্কা-বৃষ্টির পরও ১ রানের নাটকীয় জয় ঢাকা মেট্রোর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

সিলেটে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরু থেকেই জয়রথ সচল রংপুর আর ঢাকা মেট্রোর। টানা চার ম্যাচ জিতে আজ মঙ্গলবার ৫ নম্বর খেলায় মাঠে নেমেছিল আকবর আলীর রংপুর ও মাহফুজুর রহমান রাব্বির ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডে এসেও সহজেই জিতেছে আকবর আলীর রংপুর। কিন্তু ৫ নম্বর ম্যাচে এসে সিলেটের কাছে প্রায় হারতে বসেছিল ঢাকা মেট্রো।

শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ২৪ রানের। ঢাকা মেট্রো পেসার শহিদুল ইসলামের করা ওভারে তিন-তিনটি ছক্কা হাঁকালেন সিলেটের মাহফুজুর রহমান রাব্বি। তারপরও জেতেনি সিলেট। ১ রানের নাটকীয় জয় পেয়েছে ঢাকা মেট্রো।

ওই ওভারের প্রথম বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কায় শুরু করেন মাহফুজ রাব্বি। পরের বল ডট। তৃতীয় বল সোজা লং অনের ওপর দিয়ে ছয়। চতুর্থ বলে ডাবলস নেন মাহফুজ রাব্বি। শেষ ২ বলে দরকার পড়ে ১০ রানের। শহিদুলের পাঁচ নম্বর ডেলিভারিটি ডিপ এক্সট্রা কভারের ওপর দিয়ে ছক্কা।

শেষ বলে একটি বাউন্ডারি প্রয়োজন থাকা অবস্থায় শহিদুল লো ফুলটস ছোড়েন। সেই বলে ওয়াইড লং অনে পাঠিয়ে ২ রানের বেশি নিতে পারেননি মাঠে ঝড় তোলা মাহফুজ রাব্বি।

৩৯ বলে ৭ ছক্কা ও ৩ বাউন্ডারি হাঁকিয়ে ৮২ রানে অপরাজিত থেকেও দল না জেতাতে না পারার আফসোসে পুড়েছেন মাহফুজ রাব্বি।

মারকুটে ওপেনার জিসান আলম শুরুতে মাত্র ৫ রানে ফিরলে বড়সড় ধাক্কা খায় সিলেট। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি সে ধাক্কা সামলে দিয়ে দলকে জয়ের খুব কাছে পৌঁছে দিয়েছিলেন।

এর আগে ঢাকা মেট্রো ১৫৬ রানে লড়াকু পুঁজি পায় মূলত পেসার কাম হার্ডহিটার আবু হায়দার রনির ব্যাটের দৃঢ়তায়। অধিনায়ক নাইম শেখ ৮ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭ রানে আউট হন।

ওপেনার আনিসুল ইসলাম ইমন (৩৬ বলে ৩৯) আর অভিজ্ঞ শামসুর রহমান শুভ (২১ বলে ২৮) রানের দুটি মাঝারি ইনিংস খেললেও ঢাকা মেট্রো দেড়শোর ঘরে পা রাখে ৭ নম্বরে নামা পেসার আবু হায়দার রনির ব্যাটে। ২০৪.৩৫ স্ট্রাইকরেটে ৫ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৪৭ রানে অপরাজিত থেকে ঢাকা মেট্রোকে ১৫৬ রানে নিয়ে যান রনি।

শেষ পর্যন্ত ওই পুঁজি নিয়েই ১ রানে জিতে রংপুরের সাথে ৫ খেলায় পূর্ণ পয়েন্ট পেয়ে যৌথভাবে শীর্ষে ঢাকা মেট্রো।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্রো: ২০ ওভারে ১৫৬/৭ (নাইম শেখ ১৭, আনিসুল ইসলাম ইমন ৩৯, সাদমান ১৮, শামসুর রহমান শুভ ২৮, আবু হায়দার রনি ৪৭ অপরাজিত, নাইম হোসেন সাকিব ৩/২৯)

সিলেট: ২০ ওভারে ১৫৫/৭ (তৌফিক তুষার ২৮, জিসান আলম ৫, পিনাক ঘোষ ৭, ওয়াসিফ আকবর ১, তোফায়েল ২১, মাহফুজুর রাব্বি ৮২ অপরাজিত; আবু হায়দার রনি ২/৩৬, শহিদুল ইসলাম ১/৪৭)

ফল: ঢাকা মেট্রো ১ রানে জয়ী।

এআরবি/এমএমআর/এমএস