ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বৃষ্টি গড়ে দিলো ইতিহাস, কঠিন বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

ভক্তরা অপেক্ষা করছিলেন ক্রিকেটারদের রেকর্ড দেখার। কিন্তু অস্ট্রেলিয়া- ভারতের এত এত হাই-প্রোফাইল ক্রিকেটার থাকতে কেউই রেকর্ড করতে পারলেন না। তাদেরকে পেছনে রেখে রেকর্ড গড়ে দিয়েছে রসিকতার বৃষ্টি। ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা বন্ধ-শুরু হওয়ার ঘটনা ঘটেছে মোট ৮ বার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে এত বেশিবার খেলা বন্ধ-শুরু হওয়ার নজির আগে কখনো দেখা যায়নি।

বৃষ্টির ইতিহাস গড়ার দিনে খেলা হয়েছে মোটে ৩৩.১ ওভার। ভারত মাত্র ১৭ ওভার ব্যাট করে কঠিন বিপদে পড়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে রোাহিত শর্মার দল। উইকেটে আছেন রোহিত (০) ও লোকেশ রাহুল (৩৩)। ভারত এখনো পিছিয়ে ৩৯৪ রানে।

আজ গাবা স্টেডিয়ামে ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৮ রান যোগ করতেই মিচেল স্টার্কের (৩০ বলে ১৮) উইকেট হারায় অসিরা। দিনের ১১ ওভার পর প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পুনরায় খেলা শুরু হলে নাথান লিয়ন ৩০ বলে ২ আর সর্বশেষ ৮৮ বলে ৭০ রানে আউট করেন অ্যালেক্স কেরে। এতে ৪৪৫ থামে অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ভারতীয় ওপেনার যসশ্বী জয়সওয়াল (২ বলে ৪)। মিচেল স্টার্কের বলে স্কয়ার লেগ অঞ্চলে মিচেল মার্শের হাতে ক্যাচ হন তিনি। তৃতীয় ওভারে একই পরিণতি হয় শুবমান গিলেরও (৩ বলে ১)। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও মার্শের তালুবন্দি করেন স্টার্ক।

১৬ বলে মাত্র রান করে জশ হ্যাজেলউডের শিকার হন বিরাট কোহলি। উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন তিনি। টিকতে পারেননি রিশাভ পান্তও (১২ বলে ৯)। তিনিও প্যাট কামিন্সের বলে তিনিও উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

ভারতের হয়ে ৭৬ রানে ৬ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। ১টি করে উইকেট ঝুলিতে যায় কামিন্স ও হ্যাজেলউডের।

এমএইচ/জিকেএস