ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আনিসুলের দুর্দান্ত বোলিংয়ে জয় ঢাকা মেট্রোর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

রংপুর বিভাগের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে চলছে ঢাকা মেট্রো। এবারের জাতীয় টি-টোয়েন্টি লিগে চতুর্থ রাউন্ড শেষে রংপুরের সমান ৪ ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে ঢাকা মেট্রো।

আজ রোববার সিলেট একাডেমি মাঠে ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়ে জয়রথ সচল রেখেছে ঢাকা মেট্রো। অধিনায়ক নাইম শেখ ও অভিজ্ঞ শামসুর রহমান শুভর ব্যাটিং দক্ষতা আর অনিয়মিত জেন্টাল মিডিয়াম পেসার আনিসুল ইসলাম ইমনের বোলিংয়ে ঢাকা বিভাগকে হারায় ঢাকা মেট্রো।

আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো ৭ উইকেটে ১৯০ রানের বড় স্কোর পায় মুলত, অধিনায়ক নাইম শেখের ৬৯ (৫৪ বলে) রানের ইনিংসের কারণে। ঢাকা মেট্রোকে ১৯০ রানে ঘরে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ শামসুর রহমান শুভ। ২২ বলে ২ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

জবাবে মেট্রোর অনিয়মিত মিডিয়াম পেসার আনিসুল ইসলাম ইমনের বোলিং তোপ সামলে উঠতে পারেননি ঢাকার ব্যাটাররা। ইমন ৪ উইকেট দখল করে ঢাকাকে ১৭১ রানে বেঁধে রাখেন।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো: ২০ ওভারে ১৯০/৭ (ইমরানউজ্জামান ২০, নাইম শেখ ৬৯, আনিসুল ইসলাম ইমন ২৩, শামসুর রহমান শুভ ৪৩, আবু হায়দার রনি ১৮; নাজমুল অপু ২/৩১, সুমন খান ২/৪২)।

ঢাকা বিভাগ: ২০ ওভারে ১৭১/৮ (সাইফ হাসান ১, রনি তালুকদার ৩৯, আরিফুল ইসলাম ৪২, আরাফাত সানি জুনিয়র ২৯, অংকন ৮, শুভগত হোম ১৪, তাইবুর রহমান ২১, সুমন খান ১১; আনিসুল ইসলাম ৪/৩৮)।

ফল: ঢাকা মেট্রো ১৯ রানে জয়ী।

এআরবি/এমএইচ/জেআইএম