ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আকবর আলীর ডানায় উড়লো রংপুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

ন্যাশনাল ক্রিকেট টি-টোয়েন্টি লিগের প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতে পয়েন্ট টেবিলে ঢাকা মেট্রোর সঙ্গে যৌথভাবে শীর্ষেই ছিল রংপুর বিভাগ। চতুর্থ রাউন্ডে এসেও জয়রথ সচল থাকলো তাদের। এই ম্যাচে অধিনায়ক আকবর আলীর ডানায় উড়েছে রংপুর।

আজ রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী বিভাগের ১৮৯ রান টপকে রংপুর পেয়েছে ৭ উইকেটের দারুণ জয়।

বেশির ভাগ সময় ৭/৮ নম্বরে ব্যাট করলেও আজ দলের প্রয়োজনে চারে নামেন আকবর আলী। ব্যাটিং অর্ডার পরিবর্তনের দিনে ২৯ বলে ৬৮ রানের হার না মানা ইনিংস উপহার দেন তিনি। তার ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ১২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রংপুর।

আকবর আলীর আগে রংপুরকে জয়ের পথ দেখান ওপেনার তানবির হায়দার। ৪৫ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭১ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দেন তিনি। বাকি কাজ সারেন আকবর আলী।

আকবর আলীর ছক্কাবৃষ্টিতে সিলেট স্টেডিয়াম সিক্ত হয়। অর্ধডজন ছক্কা হাঁকান তিনি। উইকেটরক্ষক এই ব্যাটারের উত্তাল উইলোবাজিতে লন্ডভন্ড হয় রাজশাহীর বোলিং।

এর আগে জাতীয় দলের তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৬ রানে ফিরলেও ওপেনার হাবিবুর রহমান সোহান (১৮ বলে ৩০), ওয়ানডাউনে সাব্বির হোসেন (৫২ বলে ৭৩ ) ও গোলাম কিবরিয়ার (১৫ বলে ৩৮) দৃঢ়তায় ১৮৯ রানের লড়াকু পুঁজি গড়ে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী বিভাগ: ২০ ওভারে ১৮৯/৮ (নাজমুল হোসেন শান্ত ৬, হাবিবুর রহমান সোহান ৩০, সাব্বির হোসেন ৭৩*, গোলাম কিবরিয়া ৩৮, প্রিতম কুমার ১৬, বিশাল চৌধুরী ১০; আলাউদ্দীন বাবু ৩/২৫, চৌধুরী রেজওয়ান ৩/৪১)।

রংপুর বিভাগ: ১৮ ওভারে ১৯৪/৩ (চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২৫, তানবির হায়দার ৭১, আব্দুল্লাহ আল মামুন ৬, আকবর আলী ৬৮*, আরিফুল হক ১৫*; তাইজুল, পায়েল ও ফরহাদ রেজা ১টি করে উইকেট)।

ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।

এআরবি/এমএইচ/জিকেএস