৬৫ রানে অলআউট ঢাকা
১০ উইকেটের জয় তামিমের চট্টগ্রামের
চট্টগ্রামের দ্রুত গতির বোলার ফাহাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেনি ঢাকা বিভাগ। মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে সাইফ হাসানের দল। ৬৫ রানের সামান্য কটা রান তুলতে আর কোনো উইকেট হারায়নি চট্টগ্রাম। ১০ উইকেটে দারুণ জয়ে মাঠ ছেড়েছে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়ের চট্টগ্রাম বিভাগ।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুয়াশা ভেজা সকালে টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী। অধিনায়কের সিদ্ধান্তর যথার্থতার প্রমাণ দিয়ে প্রথম সেশনেই চট্টগ্রামের হাতে খেলার নিয়ন্ত্রণ এনে দেন চট্টলা বোলার ফাহাদ হোসেন, ইরফান হোসেন, আহমেদ শরীফ ও মাহমুদুল হাসান জয়।
তাদের সাঁড়াসি বোলিং আক্রমণের মুখে ঢাকার তাইবুর রহমান ছাড়া আর কেউ দুই অংকে পা রাখতে পারেননি। তাইবুর রহমান একা করেন ৩০। আর অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বাধিক ১১। পেসার ফাহাদ হোসেন ১১ রানে ৪ উইকেট দখল করেন। আর ইরফান,আহমেদ শরীফ ও মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট দখল করে ঢাকাকে ষাটের ঘরে অলআউট করে দেন।
জবাবে মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল একদম স্বচ্ছন্দে খেলে মাত্র ১১ ওভারেই জয় তুলে নেন। জয় ৩৭ বলে ২ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৪৪ রানে নট আউট থাকেন। আর তামিম ইকবালের ব্যাট অপরাজিত ছিল ২১ রানে (২৯ বলে)।
ঢাকা বিভাগ: ৬৪/১০, ১৬.৪ ওভার (আশিকুর রহমান শিবলী ৪, সাইফ হাসান ৩, আরিফুল ৪, অংকন ০, তাইবুর রহমান ৩০, শুভগত হোম ৫; ফাহাদ হোসেন ৪/১১, ইরফান হোসেন ২/১৩, আহমেদ শরীফ ২/১৬, মাহমুদুল হাসান জয় ২/৮)।
চট্টগ্রাম বিভাগ: ৬৫/০, ১১ ওভারে (মাহমুদুল হাসান জয় ৪৪ নট আউট, তামিম ইকবাল নট আউট ২১)
ফল: চট্টগ্রাম ১০ উইকেটে জয়ী।
এআরবি/আইএইচএস