ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খুলনার বিপক্ষে ৬ রানের জয় ঢাকা মেট্রোর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

ডিসেম্বরের মাঝামাঝি, অঘ্রায়ন প্রায় শেষ (২৯ তারিখ)। শীত প্রায় জেঁকে বসেছে। প্রতিটি সকাল মানেই কুয়াশা ঢাকা চারপাশ। এমন অবস্থায় সিলেটে চলছে জাতীয় টি-টোয়েন্টি লিগ। খুব স্বাভাবিকভাবেই সকালের প্রথম খেলা আর বিকেলের শেষ ম্যাচ কুয়াশা ভেজা আবহাওয়ার খপ্পরে পড়ছে। আজ শনিবার কুয়াশাভেজা সকালে খেলা শুরু হয়েছে ৩০ মিনিট পর। নির্ধারিত সময়ের আধঘণ্টা পর খেলা শুরুর কারণে ঢাকা মেট্রো ও খুলনার ২০ ওভারের ম্যাচ ছোট হয়ে আকার নিয়েছে ১৮ ওভারে।

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর খুলনা বিভাগকে ৬ রানে হারিয়ে জয়রথ সচল রেখেছে নাইম শেখের দল। ৩ খেলায় ঢাকা মেট্রোর এটা তৃতীয় জয়। ঢাকা মেট্রোর পেসার শহিদুলের করা ম্যাচের শেষ ওভারে খুলনার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের; কিন্তু খুলনার মেহেদি হাসান রানা আর জায়েদ উল্লাহ একটি করে বাউন্ডারি হাঁকালেও বাকি ৪ বলে ৩ সিঙ্গেলসের বেশি নিতে পারেননি। তাতেই ১৪০ রানে আটকে থাকে খুলনা।

এর আগে সকালে ওপেনার ইমরানউজ্জামান (২৮ বলে ৪৬) ওপেনার নাইম শেখ (২৫) আর ওয়ান ডাউন আনিসুল ইসলাম ইমন (২১ বলে ২২) ও অভিজ্ঞ শামসুর রহমান শুভর (১৮ বলে ২৬) ব্যাটে ভর করে ১৮ ওভারে ১৪৬ রানের মোটামুটি লড়াকু পুঁজি পায় ঢাকা মেট্রো।

জবাবে খুলনার একজন ব্যাটারও বড় ইনিংস খেলতে পারেননি। যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম (১৭ বলে ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে ২৯) একাই যা করার করেন। সেটাও যথেষ্ঠ ছিল না একদমই।

ঢাকা মেট্রো: ১৪৬/৯, ১৮ ওভার (ইমরানউজ্জামান ৪৬, নাইম শেখ ২৫, আনিসুল ইসলাম ২২, আল আমিন ১০, শামসুর রহমান শুভ ২৬, মেহেদি হাসান রানা ৩/২৫, আল আমিন ২/২৩, মৃত্যুঞ্জয় ২/২৮)।

খুলনা: ১৪০/৮, ১৮ ওভার (এনামুল হক বিজয় ১৩, ইমরুল কায়েস ৮, আজিজুল হাকিম তামিম ২৯, কাজী নুরুল হাসান সোহান ১৪, নাহিদুল ১৬, মৃত্যুঞ্জয় ১৩, জিয়া ১৭, মেহেদি হাসান রানা ১১ নট আউট, অ্যালিয়েস ইসলাম ৩/২৪, রাকিবুল ২/২২, আবু হায়দার রনি ও মারুফ মৃধা একটি করে উইকেট)।

ফল: ঢাকা মেট্রো ৬ রানে জয়ী।

এআরবি/আইএইচএস