শেষ টেস্টে গেইলকে ছুঁলেন সাউদি, প্রথম দিনে স্বস্তিতে নিউজিল্যান্ড
অবসরের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন টিম সাউদি। সে হিসেবে আজ শনিবার হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন নিউজিল্যান্ডের ৩৬ বছর বয়সী এ পেসার।
বিদায়ী টেস্টের আগে আবেগপ্রবণ হতে দেখা গেছে সাউদিকে। জাতীয় সংগীত গাওয়ার সময় নিজের আবেগকে নিয়্ন্ত্রণ করতে পারেননি ডানহাতি কিউই পেসার। মেয়েকে কোলে নিয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় নিজের অজান্তেই বেরিয়ে গেছে চোখের পানি।
সাউদির ক্যারিয়ারের শেষ টেস্টে টস জেতেনি নিউজিল্যান্ড। ইংল্যান্ড টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট হাতে এদিন ১০ বলে ২৩ রানের ইনিংস খেলেন সাউদি। এক চারের সঙ্গে হাঁকান ৩ ছক্কা। এতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেন তিনি।
১০৭তম টেস্ট খেলতে নেমে ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন সাউদি। এর আগে তার সমান ৯৮টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইলও। টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় এখন যৌথভাবে চতুর্থ স্থানে আছেন সাউদি। সাউদি-গেইলের আগে আছেন কেবল- ব্রেন্ডন ম্যাককালাম, বেন স্টোকস ও অ্যাডাম গিলক্রিস্ট।
সেডন পার্কে ৯ উইকেটে ৩১৫ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এতে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছে কিউইরা। সেই সঙ্গে রয়েছে আক্ষেপও। কেননা স্বাগতিকদের ইনিংস আরও বড় হতে পারতো।
এদিন উদ্বোধনী জুটিতেই ১০৫ রান তোলে নিউজিল্যান্ড। কিন্তু ৯২ বলে ৪২ রান করে ওপেনার উইল ইয়ং আউট হওয়ার আর বড় জুটি করতে পারেনি কিউইরা। বাকি ২১০ রান তুলতে ৯ উইকেট হারিয়েছে তারা।
৫৪ বলে ৫০ রানে অপরাজিত আছেন মিচেল স্যান্টনার। তার সঙ্গে ০ রানে উইকেটে আছেন উইল ও'রর্কে।
১৩৫ বলে ৬৩ রান করেছেন ওপেনার টম লাথাম। ধৈর্যশীল ইনিংস খেলার পথে ৯টি চার হাঁকান কিউই অধিনায়ক। এটিই নিউজিল্যান্ডের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান। ৮৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। টিম সাউদি ১০ বলে ৩০, টম ব্লান্ডেল ২৯ বলে ২১, রাচিন রাবিন্দ্রা ২৫ বলে ১৮ ও ৩২ বলে ১৪ রান করেন ড্যারিল মিচেল।
ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ম্যাথিউ পটস ও গাস অ্যাটকিনসন। ২ উইকেট নেন ব্রাইডন কার্স।
এমএইচ/এএসএম