টাইগার একাদশে তিন পরিবর্তন
সিরিজ হাতছাড়া হয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। এবার সেন্ট কিটসে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ আর হাসান মাহমুদ। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, আমির জাঙ্গু, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজ, শারফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।
এমএমআর/জেআইএম