ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অধিনায়ক মিরাজ কি তিনে খেলবেন?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

খুব বেশি দিন আগে নয়। এইতো এক মাসও হয়নি। গত মাসের ১১ তারিখে আফগানিস্তানের বিপক্ষে শারজায় শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই দলেও ছিলেন না দুই স্তম্ভ মুশফিক এবং সাকিব। এমনকি নিয়মিত অধিনায়ক শান্তও খেলেননি। অধিনায়কত্ব করেছিলেন মেহেদি হাসান মিরাজ।

আজ ৮ ডিসেম্বর সেই মিরাজের নেতৃত্বেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার মানে সাকিব, মুশফিক আর অধিনায়ক শান্তকে ছাড়া শেষ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঠিক ২৬ দিন পর আবার ওয়ানডে খেলবে বাংলাদেশ সেই সাকিব, মুশফিক আর শান্তকে ছাড়াই।

একইসাথে এবার ওয়েষ্ট ইন্ডিজের সাথে সিরিজে টাইগাররা পাবে না আরও একজনকে। তিনি তাওহিদ হৃদয়। একসঙ্গে এ চারজনের পরিবর্তে কারা খেলবেন আজ? রোববার বাংলাদেশের প্রথম একাদশটি কেমন হতে পারে?

ধরে নেয়াই যায়, আফগানিস্তানের বিপক্ষে যে দু’জন ওপেন করেছিলেন সেই সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম আজ রোববারও টিম বাংলাদেশের হয়ে ওপেন করবেন। এখন যেহেতু শান্ত নেই, তাহলে ওয়ানডাউন খেলবেন কে?

আফগানদের বিপক্ষে খেললেও এ সিরিজে দলেই নেই জাকির হাসান। তাই তার খেলার প্রশ্নই আসে না। এখন তার জায়গায় তিন নম্বরে সম্ভাব্য পারফরমার হতে পারেন দু’জন; এক পারভেজ হোসেন ইমন। অপরজন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

আফিফকে সাধারণতঃ ওপরের দিকে খেলানো হয় কম। তাই তার সম্ভাবনাও খুব কম। ওদিকে নিচেরদিকে অভিজ্ঞ মাহমুদউল্লাহ, লিটন দাস আর ফর্মের চুড়ায় থাকা জাকের আলী অনিক আছেন, সে কারণে ওয়ানডাউনে অধিনায়ক মিরাজের সম্ভাবনাই খুব বেশি।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মিরাজ তিন নম্বরে খেলতে পারেন। তিনি তিনে খেললে লিটন দাস, রিয়াদ, আফিফ ও জাকের আলী অনিককেই হয়ত ব্যাটার কোটায় দেখা যাবে। তখন লেগস্পিনার রিশাদ, পেসার তাসকিন, শরিফুল, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তানজিম সাকিব ৫ জনের যে কোনো ৩ জনকে খেলানো হবে।

এদিকে ব্যাটিং পজিশন না বললেও অধিনায়ক মিরাজ প্রেস মিটে বলেছেন, অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে ওপরে খেলতে দেখা যাবে। ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলতে গিয়ে ক্যাপ্টেন মিরাজ বলেন, ‘লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি। আফগানিন্তানের সঙ্গে চারে ব্যাট করেছি। এই সিরিজে উপরেই ব্যাট করা লাগবে। যেহেতু আমাদের দায়িত্ব অনেক বেশি যারা অনেকদিন ধরে খেলছি। বিশেষ করে আমি আছি, লিটন দাস আছে, সৌম্য সরকার আছে, রিয়াদ ভাই আছেন। বোলিং ইউনিটে তাসকিন আছে, তানজিম সাকিব আছে খুব ভালো বল করছে। সবমিলিয়ে আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।’

এআরবি/আইএইচএস