ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিফলে ব্লান্ডেলের সেঞ্চুরি

১৬ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪

ওয়েলিংটন টেস্ট ছিল নিউজিল্যান্ডের সমতায় ফেরার লড়াই। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্টেও পাত্তা দেয়নি ইংল্যান্ড। তৃতীয় দিনেই মীমাংসীত ম্যাচে কিউইদের ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বেন স্টোকসের দল। ২০০৮ সালে পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতলো ইংল্যান্ড।

৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন মাত্র ৬.২ ওভার ব্যাট করে ইংলিশরা। ১৩০ বলে ১০৬ রান করে জো রুট আউট হলে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস। টেস্ট ক্যারিয়ারে এটি রুটের ৩৬তম সেঞ্চুরি। ৪২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন স্টোকস নিজে।

এতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৮৩ রানের। জবাব দিতে নেমে টম ব্লান্ডেলের ১১৫ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২৫৯ রানে।

বড় লক্ষ্য তাড়ায় ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের তোপে দলের জন্য অবদান রাখতে পারেননি তিন টপঅর্ডার ডেভন কনওয়ে (৫ বলে ০), কেন উইলিয়ামসন (১৬ বলে ৪) ও রাচিন রাবিন্দ্রা (১৬ বলে ৬)।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন উইকেটকিপার ব্যাটার ব্লান্ডেল। ইংলিশ স্পিনার শোয়েব বশিরের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ হওয়ার আগে ১৩ চার ৫ ছক্কায় ১০২ বলে ১১৫ রান করেন তিনি। তাতে অবশ্য তেমন লাভ হয়নি। কেবল হারের ব্যবধানটাই কমাতে পারে নিউজিল্যান্ড।

ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫১ বলে ৪২ রান করেন নাথান স্মিথ। ৭০ বলে ৩২ রান করেন ড্যারিল মিচেল। অধিনায়ক টম লাথাম করেন ৩৫ বলে ২৪ রান। বাকিদের কেউ ২০ রানের ঘরে যেতে পারেননি। এতে মাত্র ৫৪.২ ওভারেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৮০ ও ৪২৭/৬ (জো রুট ১০৬, জ্যাকব বেথেল ৯৬, ডাকেট ৯২, ব্রুক ৫৫; টিম সাউদি ২/৭২)।

নিউজিল্যান্ড: ১২৫ ও ২৫৯ (টম ব্লান্ডেল ১১৫, নাথান স্মিথ ৪২, ড্যারিল মিচেল ৩২; বেন স্টোকস ৩/৫, ক্রিস ওকস ২/২০)।

ফল: ইংল্যান্ড ৩২৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: হ্যারি ব্রুক।

এমএইচ/এমএস