ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২য় টি-টোয়েন্টি

আয়ারল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে সিরিজের ঠিক উল্টোটা ঘটছে টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডেতে আইরিশ নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা; কিন্তু টি-টোয়েন্টিতে উল্টো হোয়াইটওয়াশ হওয়ার পথে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাত্র ১২ রানে হারলেও, একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশ নারীদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ। সফরকারীদের করা ১৩৪ রানের জবাবে ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় বাংলাদেশ নারী ক্রিকেট দল অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে।

যার ফলে ৪৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। সে সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হলো। শেষ ম্যাচ হারলেই নিশ্চিত হবে ধবলধোলাই।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সুবহানা মোস্তারি আউট হয়ে যান ১ রানে। ৬ রানে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দিলারা আক্তার আউট হন ১০ রান করে। তাজ নেহার ৩ বলে করেন ২ রান।

মিডল অর্ডারে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার কিছুটা হাল ধরেন। ২২ রানে ৪ উইকেট হারানোর পর শারমিন ও স্বর্ণা দলকে টেনে নিয়ে যান ৭০ রান পর্যন্ত। ৪৮ রানের জুটিতে অনেকটা এগুলেও এ সময় হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং।

৪৩ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। ২১ বলে ২০ রান করেন স্বর্ণা আক্তার। জাহানারা আলম এবং জান্নাতুল ফেরদাউস- এ দু’জন পরপর রানআউট হয়ে দলকে বেশি বিপদে ফেলেন। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেন্ডারগ্রাস্ট নেন ৩ উইকেট। আরলেনে কেলি ও লরা ডেলানি ২টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ৩৫ রান করেন লরা ডেলানি। ৩২ রান করেন ওরলা প্রেন্ডেরগ্রাস্ট।

আইএইচএস/