ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাঁচামরার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলেও টি-টোয়েন্টিতে হারে শুরু হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ১২ রানে পরাজয় বরণ করে বাংলাদেশের মেয়েরা।

সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড নারী দল। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, তাজ নেহার, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, জাহানারা আলম।

আয়ারল্যান্ড একাদশ
এমি হান্টার, গাবি লুইস (অধিনায়ক), ওরলা প্রেন্ডেরগাস্ট, লিয়ে পল, লরা ডেলানি, সারা ফোর্বস, রেবেকা স্টোকেল, আরলেনে কেলি, অ্যালানা ডালজেল, ফ্রেয়া সারজেন্ট, এইমি মাগুইরে।

এমএমআর/এএসএম