সর্বোচ্চ রান ও সিরিজসেরা
গ্লোবাল সুপার লিগে সৌম্যর ঝলক
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগে যেন দেখা দিলেন অন্য এক সৌম্য সরকার। সেই ক্যারিয়ারের শুরুর মতো চোখ জুড়ানো মারকুটে ব্যাটিং, ফাইনালের মতো কঠিন ম্যাচেও খেললেন বিধ্বংসী ইনিংস। হলেন ফাইনালে ম্যাচসেরা, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, হাতে নিলেন সিরিজসেরার পুরস্কার।
প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে প্রথম আসরেই শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। শিরোপাজয়ের অন্যতম কারিগর সৌম্য।
ফাইনালে সৌম্য ৫৪ বলে ৭ চার আর ৫ ছক্কায় খেলেন ৮৬ রানের হার না মানা ইনিংস। যে ইনিংসে ভর করেই ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর। জবাবে ভিক্টোরিয়া অলআউট হয় ১২২ রানেই।
সবমিলিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে সৌম্য ৪৭ গড়ে করেছেন ১৮৮ রান। স্ট্রাইকরেটও বেশ ভালো, ১৪২.৪২। ফিফটি দুটি, ছক্কা মেরেছেন ৯টি।
এমএমআর/এএসএম