ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রেকর্ড জুটি গড়ার পরও হেরে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

শেষ দুই ওভারে দরকার ১৮ রান। হাতে ৬টি উইকেট। টি-টোয়েন্টিতে খুব কঠিন লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যের কাছাকাছিও পৌঁছতে পারলো না বাংলাদেশের মেয়েরা। জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলো প্রেন্ডারগাস্টের করা ১৯তম ওভারে।

ওই ওভারে একটি রানও নিতে পারেনি বাংলাদেশ। উল্টো স্বর্ণা আক্তার আর রিতু মনির উইকেট হারায়। আশা জাগিয়েও শেষ পর্যন্ত তাই আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই এই আইরিশদের কাছে হারের ধাক্কা খেলো বাঘিনী কন্যারা।

সিলেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড জুটি গড়েও আয়ারল্যান্ডের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই গড়েছিল আইরিশরা। অধিনায়ক গাবি লুইস ৪২ বলে ৬০ আর লি পল ৪৫ বলে ১০ চার আর ২ ছক্কায় খেলেন ৭৯ রানের ইনিংস।

জবাবে ৭২ বলে ১০৩ রানের ঝোড়ো জুটি গড়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার দিলারা আক্তার আর সোবহানা মোস্তারি। কিন্তু সেই ভিতে দাঁড়িয়ে ব্যাটাররা কিছুই করতে পারেননি। শেষদিকে শারমিন আক্তার ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছেন।

ওপেনিং জুটিতে দিলারা আর সোবহানা তোলেন ১০৩ রান। যা কিনা নারী টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের রেকর্ড। এর আগে ৮১ রানের জুটিতে রেকর্ডটি নিজেদের করে রেখেছিলেন আয়েশা আক্তার আর রোমানা আহমেদ।

দিলরা আর সোবহানার রেকর্ড জুটিটি শেষ পর্যন্ত হয়ে রইলো আক্ষেপ। আয়ারল্যান্ডের সঙ্গে আশা জাগিয়েও হেরে গেলো বাংলাদেশের মেয়েরা।

এমএমআর/জিকেএস