টানা দুই ওভারে দুই উইকেট হারালো বাংলাদেশ
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ভালোই চ্যালেঞ্জ দিচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়ার পর ক্যারিবীয়দের ১৪৬ রানেই গুটিয়ে দেয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বেশ প্রতিরোধ গড়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে লিড বাড়ছে বাংলাদেশের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে টাইগারদের সংগ্রহ ২১১ রান। জাকের আলী ৩৯ আর হাসান মাহমুদ শূন্য রানে অপরাজিত আছেন। লিড এখন ২২৯ রানের।
৫ উইকেটে ১৯৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। জাকের আলি ২৯ আর তাইজুল ইসলাম ৯ রানে অপরাজিত ছিলেন। সকালে তাইজুলকে নিয়ে জাকের প্রথম আধ ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন।
তবে এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ। জাকের-তাইজুলের জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৩৪ রান। শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন আলজেরি জোসেফ। তাইজুলকে স্লিপে ক্যাচ বানান তিনি। ৫০ বল খেলে তাইজুল কোনো বাউন্ডারি ছাড়াই করেন ১৪ রান।
আট নম্বরে নেমে মুমিনুল হক অবশ্য সুবিধা করতে পারেননি। কেমার রোচের বলে ভুল ড্রাইভ খেলে স্লিপে শূন্য রানেই ক্যাচ হন অভিজ্ঞ এই ব্যাটার।
এমএমআর/এএসএম