ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান থেকে সরছে ম্যাচ, হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৯ নভেম্বর ২০২৪

বড়সড় অঘটন না ঘটলে পাকিস্তান থেকে সরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচটি ম্যাচ। ভারতীয় দলের তিনটি গ্রুপ স্টেজের ম্যাচের পাশাপাশি একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমের দাবি। সম্প্রতি আইসিসি ভার্চুয়ালি নিজেদের মধ্যে বৈঠক করেছে, সেখানেই এমন প্রস্তাব উঠে এসেছে বলে জানিয়েছে তারা।

২৯ নভেম্বর আইসিসির জরুরি বৈঠক রয়েছে। সেদিনই আইসিসির পক্ষ থেকে ফিকশ্চার প্রকাশ করে দেওয়ার কথা। রিপোর্টে জানা যাচ্ছে, যাতে ভারতের তিনটি ম্যাচ এবং সেমিফাইনাল, ফাইনাল ম্যাচের মধ্যে বেশি সময় নষ্ট না হয়, সেই কারণে ভারতের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এরইমধ্যে পাকিস্তানের কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব গেছে।

ভারত সরকার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে আগে, যে পাকিস্তানে তাদের পক্ষ দল ছাড়া সম্ভব নয়। আর বিসিসিআইয়ের পক্ষে সরকারের অনুমতি ছাড়াও দল পাঠানো অসম্ভব। এই অবস্থায় পাকিস্তানকে দুটি প্রস্তাব দেওয়া হচ্ছে। ভারত যদি সেমিফাইনাল ফাইনালে ওঠে তবে সেগুলো হবে আরব আমিরাতে, অন্যথায় সেই ম্যাচগুলো পাকিস্তানেই হবে। তবে ভারতের ম্যাচ পাকিস্তানে কোনওভাবেই হবে না।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ার কথা লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে। সম্প্রতি শ্রীলঙ্কা এ দলের সিরিজ স্থগিত হয়ে যায় রাজধানীতে রাজনৈতিক উত্তেজনার কারণে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের প্রায় ১০০০ জনকে পুলিশ গ্রেফতার করে। এখনও জেলেই রয়েছেন ইমরান খান। রাজধানী ইসলামাবাদে ইমরানের অনুসারীরা বিক্ষোভ করছেন, ফলে বিষয়গুলো পাকিস্তানের বিরুদ্ধেই গেছে।

জানা যাচ্ছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একটা ভোটও করা হতে পারে। সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে অধিকাংশ বোর্ড হাইব্রিড মডেলের পক্ষে কিনা, এরপর বল পাকিস্তানের কোর্টে ছেড়ে দেওয়া হবে। হাইব্রিড মডেলে যদি ম্যাচ হয়, তাহলেও পিসিবিকে সরকারের থেকে পর্যাপ্ত অনুমতি নিতে সময় দেবে আইসিসি।

এমএমআর/জিকেএস