ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আমাদেরকে কোহলির দরকার নেই, কোহলিকে আমাদের দরকার’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরেই বিরাট কোহলির ব্যাটে রান ছিল না। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেসেছে কোহলির ব্যাটা। সিরিজের প্রথম টেস্টেই হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটি কোহলির সপ্তম শতক। ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের ফর্মে ফেরার ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে ভারতও।

পার্থে সিরিজের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ভারত জিতেছে ২৯৫ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে রানের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়। আগের বড় জয়টি ছিল সেই ১৯৭৭ সালে। মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ম্যান ইন ব্লুজরা।

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রোহিত শর্মার বদলে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া জাসপ্রিত বুমরাহ। সেখানে কোহলিকে নিয়ে প্রশ্ন করা হয় বুমরাহকে।

জবাবে বুমরাহ সাংবাদিকদের বুঝিয়ে বলেন, কোহলির মতো একজন গুণী ক্রিকেটারের কদর কীভাবে করতে হয়। বুমরাজ জানিয়ে দিলেন, নিজেদের প্রয়োজনে কোহলিকে দলে দরকার ভারতের। খেলা না খেলায় কোহলির কিছু যায় আসে না।

বুমরাহ বলেন, ‘আমি আগেও বলেছি বিরাট কোহলির আমাদেরকে প্রয়োজন নেই, বিরাটকে আমাদের দরকার। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। এটা তার ৪-৫ নম্বর অস্ট্রেলিয়া সফর। অন্যের থেকে সে নিজের খেলাকে ভালো জানে। তাকে দেখে মনেই হচ্ছিল সে মানসিকভাবে প্রস্তুত।’

তিনি বলেন, ‘অনেক সময় লম্বা ক্যারিয়ারে আপনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। বিরাট এরকম অনেক পরিস্থিতিতে ব্যাট করেছে। তবে সব সময় সব ম্যাচে ভালো করা সম্ভব হয় না। তবে এবার তাকে ভালো ফর্মে দেখা যাচ্ছিল। প্রথম ইনিংসে একটা ভালো বল চলে এসেছিল তাই আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে সে সুযোগটা কাজে লাগায়। সেই সময় আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের দরকার ছিল। এমন কাউকে প্রয়োজন ছিল যে নিজেও খেলবে এবং অন্যকেও খেলা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই দিক থেকে আমি খুবই খুশি।

‘সিরিজের শুরুতে যখন দলের এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার নিজের আত্মবিশ্বস ফিরে পায় তখন আপনার আর কিছু চাওয়ার থাকতে পারে না।’

উল্লেখ্য, পার্থে টেস্টের ফল কী হতে যাচ্ছে, তৃতীয় দিন শেষেই পরিষ্কার হয়ে গিয়েছিল। দেখার ছিল, অস্ট্রেলিয়া কত কম ব্যবধানে হারে। না, লজ্জার রেকর্ড থেকে রেহাই মেলেনি অসিদের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বড় পরাজয়ই নিয়তি হলো প্যাট কামিন্সদের।

অসিদের হারিয়ে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন দল।

সদ্য পুত্র সন্তানের বাবা হওয়ায় পার্থ টেস্ট খেলতে পারেননি রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন বুমরাহ। অধিনায়ক হিসেবে এটি তার দ্বিতীয় টেস্ট ম্যাচ।

এমএইচ/এএসএম