নিলামের আগমুহূর্তে ভারতীয় তারকার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
আসর শুরুর দিন-তারিখও চূড়ান্ত হয়ে গেছে। ২০২৫ আসর শুরু হবে আগামী ১৪ মার্চ। ফাইনাল ২৫ মে। তার আগে ২৪ ও ২৫ নভেম্বর প্রথমবারের মতো সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম।
নিলামের একেবারে আগমুহূর্তে দুঃসংবাদ পেলেন ভারতীয় অলরাউন্ডার দিপক হুদা। ডানহাতি অফস্পিনার পড়েছেন সন্দেহের কবলে। তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ তুলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
এখনো দিপকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। দোষী সাব্যস্ত হলে নিষিদ্ধ হতে পারে আইপিএলে তার বোলিং। শুধু দিপক একাই নন, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌরভ দুবে ও কেসি কারিয়াপার বিরুদ্ধেও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছে বিসিসিআই।
ক্রিকবাজ প্রতিবেদনে বলেছে, মনিশ পান্ডে ও শ্রীজিৎ কৃষ্ণন বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অফস্পিনার দিপক হুদা সন্দেহভাজন বোলিং তালিকায় রয়েছেন। সৌরভ দুবে ও কেসি কারিয়াপাও সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন।
সর্বশেষ ২০২৪ সালের খেলেছেন লখনৌ সুপার জায়ান্টের জার্সিতে। ১১ ম্যাচে করেছেন ১৪৫ রান। ২০২৫ সালের মেগা নিলামকে সামনে রেখে তাকে ছেড়ে দেয় লখনৌ।
দিপক আশা করছিলেন, মেগা নিলামে কিছুটা হলেও নিজের ভাগ্যবদল করতে পারবেন। কিন্তু শেষ মুহূর্তে বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় পড়ে হতাশায় ডুবেছেন তিনি।
ভারতীয় জাতীয় দলের হয়ে ১০টি ওয়ানডে খেলেছেন দিপক। ব্যাট হাতে করেছেন ১৫৩ রান। টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন ৩৬৮ রান।
এমএইচ/এএসএম