ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পোকার আক্রমণে মাঠ ছাড়লেন সূর্য-মার্করামরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:২৫ এএম, ১৪ নভেম্বর ২০২৪

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে অদ্ভুত কাণ্ড। হঠাৎ করেই সেঞ্চুরিয়ানের স্পোর্টপার্কে ভেসে আসে পোকার স্রোত। পোকাদের দাপট এতটাই তীব্র ছিল যে, খেলা বন্ধ করে মাঠই ছাড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় দলের ক্রিকেটারদের। এদিন খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময়ের। ৬ উইকেটে ভারতের দেওয়া ২১৯ রানের জবাবে ব্যাট করছিল প্রোটিয়ারা। ভারতীয় পেসার অর্শদ্বীপ সিংহ ইনিংসের প্রথম ওভার ঠিকমতোই করেছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া বল নিতেই শুরু হয় পোকাদের আক্রমণ। এরপর মত বিনিময় করে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার।

ক্রিকেট বিষয়ক কনটেন্ট লেখক ফিরদৌস মুন্ডা জানান, এই বিষয়টা একেবারেই নতুন নয় দক্ষিণ আফ্রিকায়। বৃষ্টির পরে এরকম দৃশ্য হরহামেশাই দেখা যায়। বৃষ্টি থেমে যাওয়ার সাধারণত তিন থেকে পাঁচদিন পরে এরকমভাবে ঝাঁকে-ঝাঁকে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মহিলা পোকার দল। পুরুষ সঙ্গীর খোঁজে এবং নয়া বাসস্থান তৈরির জন্য উড়ে যায়। সাধারণত বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মের গরমের গোড়ার দিকে এরকম দৃৃশ্য দেখা যায় দক্ষিণ আফ্রিকায়। বছরের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রজাতির আগমন ঘটে এমনভাবে।

পোকা তাড়ানোর জন্য মাঠকর্মীরা বাতাসে কীটনাশক স্প্রে করেন। এরপর মাঠ পরিষ্কার করতে সুপার সোপার ব্যবহার করেন তারা। যথারীতি খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারায় ভারত।

স্পোর্টপার্কের ঘটনাটি উদ্ভট মনে হলেও এ মাঠে এমন ঘটনা আগেও ঘটেছে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচেও এই ঘটনার অবতারণা হয়েছিল। আর ক্রিকেটে এমন ঘটনা আছে আরও কয়েকটা। সেগুলোর মধ্যে অন্যতম হলো-

১. ২০১৮১৯ মৌসুমে থিরুভানানপথুরামে ভারত এ দল ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার ম্যাচে পোকা আক্রমণ করেছিল।

২. ১৯৭৯-৮০ মৌসুমে এমএ চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে। একই ভেন্যুতে ১৯৯০-২০০০ মৌসুমে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে।

এমএইচ/এএসএম