ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘শিশুসুলভ ভুলের’ শাস্তি কাটলো আলজেরির, রাসেলকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

নিষেধাজ্ঞা কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন পেসার আলজেরি জোসেফ। তবে এর সঙ্গে দুঃসংবাদও পেয়েছে ক্যারিবীয়রা। বাঁ অ্যাঙ্কেলের (গোড়ালিতে) চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাই তাদের জন্য বাঁচামরার লড়াই।

শিশুসুলভ ভুলের কারণে আলজেরিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অনুমতি না নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। পরে আলজেরি এই ঘটনার জন্য জনসম্মুখে ক্ষমা চান। ব্যক্তিগতভাবে ক্ষমা চান অধিনায়কের কাছেও।

তারপরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হয়েছে আলজেরিকে। এই পেসার দলে ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ। আর আন্দ্রে রাসেলের বদলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর গ্রস আইলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, সিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

এমএমআর/এএসএম