ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অধিনায়ক মিরাজের ‘অভিষেক’, দলে দুই পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১১ নভেম্বর ২০২৪

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, তাদের মাথাতেই শোভা পাবে সিরিজ জয়ের মুকুট।

আজ সোমবার শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাটিংয়ে নিয়েছেন তিনি।

কুঁচকির চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় আফগানদের বিপক্ষে আজ টাইগারদের নেতৃত্ব দেবেন মিরাজ। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হলেন ডানহাতি এই অলরাউন্ডার। সে হিসেবে লাল-সবুজ জার্সিতে অন্যরকম অভিষেক হয়ে গেল মিরাজের। বাংলাদেশ ওয়ানডে দলের ১৭তম অধিনায়ক হলেন তিনি।

সোমবার বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। শান্ত না থাকায় এক ব্যাটারের ঘাটতি পূরণ করতে দলে এসেছেন জাকির হাসান। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেলেন পেসার নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার, ফজল হক ফারুকি।

এমএইচ/এমএস