রোহিতকে আর ভারতের অধিনায়কই দেখতে চান না গাভাস্কার
ঘরের মাঠে যে ঘটনা এর আগে কখনো ঘটেনি ভারতের, এবার সেটাই ঘটলো। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হতে হলো রোহিত শর্মার দলকে। ভারতের মাটিতে শুধু প্রথম টেস্ট সিরিজই নয়, টেস্টে হোয়াইটওয়াশও করলো কিউইরা। সে সঙ্গে নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম এক সিরিজে তিনটি টেস্ট জিততে পারলো তারা।
নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভারতীয় দলের এতটা বাজে পাফরম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেকরা। বিশেষ করে সুনিল গাভাস্কার। তার মধ্যে টেস্ট ক্রিকেটেই নয় শুধু, কোনো ফরম্যাটেই আর রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক থাকতে পারেন না।
শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা। সুনিল গাভাস্কারের মধ্যে, রোহিতের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই ভারতীয় দলকে নেতৃত্ব দেয়া উচিৎ জসপ্রিত বুমরাহর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। সেই ম্যাচ খেলার সম্ভাবনা কম রোহিতের। ব্যক্তিগত কারণে তিনি ওই টেস্ট থেকে ছুটি নিয়েছেন বলে জানা যাচ্ছে। সাবেক তারকা ক্রিকেটার গাভাস্কার বলেন, ‘অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায়, তাহলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচক কমিটির উচিত পুরো সিরিজের জন্যই বুমরাহকে অধিনায়ক করে দেওয়া। সে সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজের মাঝে দলে যোগ দিলে শুধু মাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।’
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পার্থে। ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা সেই টেস্টে হয়তো খেলবেন না রোহিত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ হারের পর অস্ট্রেলিয়া সফরের প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কারণ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে গেছে রোহিতদের জন্য। রোহিতকে জিজ্ঞে করা হয়েছিল তিনি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলবেন কি না। উত্তরে ভারত অধিনায়ক বলেন, পার্থ টেস্টে খেলব কি না এখনও নিশ্চিত নই। দেখা যাক কী হয়।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট জিততে হবে ভারতকে। গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় না ভারত পারবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ জেতা সম্ভব নয়। ওরা যদি এটা করে দেখাতে পারে, আমি খুব খুশি হব। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। ভারত ৩-১ জিততে পারে। কিন্তু ৪-০ কঠিন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মাথায় নিয়ে খেলা ঠিক হবে না। লক্ষ্য থাকা উচিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা। সে ১-০, ২-০, ৩-০, ৩-১ বা ২-১ জিতুক। জেতাটা জরুরি। জিততে পারলেই ভারতের ক্রিকেট সমর্থকেরা আবার আনন্দ পাবে।’
আইএইচএস/