ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুর্দান্ত জয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৮ অক্টোবর ২০২৪

দুর্দান্ত জয়ে ইমার্জিং টিম এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেটে হংকংয়ের ১৫০ রানের জবাবে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামা হংকংকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। দলীয় ৯ রানে দুই ওপেনারকে ফেরান রিপন মন্ডল। জিসান আলি (১২ বলে ৪) ও আনশি রাতকে (৪ বলে ২) উইকেটরক্ষক আকবর আলীর ক্যাচ বানান ডানহাতি পেসার।

এরপর তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি করেন অধিনায়ক নিজাকত খান ও বাবর হায়াত। মাহফুজুর রহমান রাব্বির বলে বোল্ড হওয়ার আগে নিজাকত করেন ২০ বলে ২৫ রান।

৬১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাবর। ২ চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা। নিচের দিকে আর কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের ‘এ’ দলের হয়ে রান খরচায় আগের সব রেকর্ড ভেঙে দেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ৪ ওভার বল করে ৪৪ রান দেন তিনি। এর আগে ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান দিয়েছিলেন আরেক বাঁহাতি শরিফুল ইসলাম।

ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ২৪ বলে ৪৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। ২২ বলে ২৯ রান করেন তাওহিদ হৃদয়। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

১৫ বলে ১৯ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি (৮ বলে ৮)।

২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রিপন মন্ডল।

এমএইচ/এএসএম