ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল, লম্বা ভ্রমণে ক্লান্ত ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪২ এএম, ১৬ অক্টোবর ২০২৪

দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আজ (বুধবার) সকাল নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পা রাখেন এইডেন মার্করাম-কাগিসো রাবাদারা।

প্রায় ১৩ ঘণ্টার ভ্রমণ শেষে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। লম্বা যাত্রার ক্লান্তিতে তাদের অনেকের চোখেই ছিল ঘুমঘুম ভাব।

২১ অক্টোবর ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর থেকে।

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে তারা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে। বাঁ হাতের পেশীতে আঘাত আছে তার। বাভুমার বদলে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে পেসার নান্দ্রে বার্গারকে। বাভুমাও ছিটকে পড়ায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডেওয়াল্ড ব্রেভিস আর লুঙ্গি এনগিদিকে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম (প্রথম টেস্টে অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিদি, ডেন পিটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), কাইল ভেরেন (উইকেটরক্ষক)।

এমএমআর/এএসএম