ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশকে অলআউট করে পাকিস্তানের পাশে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৭ অক্টোবর ২০২৪

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জবাবে নেমে ১১.৫ ওভারে ৩ উইকেটে লক্ষ্য টপকে গেছে ভারত।

রোববার বাংলাদেশকে অলআউট করে পাকিস্তানের রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ৪২ বার প্রতিপক্ষকে অলআউট করেছে ভারত। এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রতিপক্ষ দলকে সর্বোচ্চ ৪২ বার অলআউট করার একক রেকর্ড ছিল কেবল পাকিস্তানের দখলে।

৪২ বার প্রতিপক্ষকে অলআউট করতে পাকিস্তানকে খেলতে হয়েছে ২৪৫ ম্যাচ। অন্যদিকে ৯ ম্যাচ কম খেলেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত।

এ তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ২২ গজের পিচকে কসাইখানা বানিয়ে প্রতিপক্ষ দলকে ৪০ বার অলআউট করেছে কিউইরা। এর জন্য নিউজিল্যান্ডকে খেলতে হয়েছে ২২০ ম্যাচ।

উগান্ডা আছে চতুর্থ স্থানে। ৯৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে প্রতিপক্ষকে ৩৫ বার অলআউট করেছে আফ্রিকার দলটি। সুনিল নারিন, ডাইনে ব্রাভোদের দেশ ওয়েস্ট ইন্ডিজ আছে এ তালিকার পঞ্চম স্থানে। ২০৫ ম্যাচে ৩২ বার প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড আছে ক্যারিবিয়ানদের।

এমএইচ/জিকেএস