ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্টাবসের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:১৯ এএম, ০৫ অক্টোবর ২০২৪

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।

শুক্রবার আগে ব্যাট করতে নেমে ত্রিস্টান স্টাবসের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৪৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৯ রানে গুটিয়ে যায় আইরিশরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৮১ বলে ১১২ রানের (৮ চার ৩ ছক্কা) অপরাজিত ইনিংস খেলেন স্টাবস। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটার।

এছাড়া ৬৪ বলে ৬৭ রানের ইনিংস খেলেন কাইল ভেরেইনি। ৩৪ বলে ৪৩ রান করেন উইয়ান মুলদার। ৩৯ বলে ৪০ রান করেন ওপেনার রায়াল রিকেল্টন।

৩৯ বলে ৩৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরত যান টেম্বা বাভুমা। প্রোটিয়া অধিনায়কের সমান রান করেন রসি ফন ডার ডুসেন। এতে দক্ষিণ আফ্রিকার পুঁজি দাঁড়ায় ৪ উইকেটে ৩৪৩ রান।

জবাবে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের কেউ ৩০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। ১১৭ রানে ৯ উইকেট হারায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ২৯ রান করেন ১১ নম্বরে নামা ব্যাটার ক্রেইগ ইয়ং।

দশম উইকেটে ৫২ রানের জুটি করেন ইয়ং ও গ্রাহাম হুমে। আইরিশদের ইতিহাসে দশম উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। ৩১তম ওভারে হুমে আউট হলে ১৬৯ রানে শেষ হয় আইরিশদের ইনিংস। অপরাজিত থেকে যান ইয়ং।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৬ রানে ৩ উইকেট শিকার করেন লিজার্ড উইলিয়ামস। ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও জর্ন ফরটুইন।

এমএইচ/এমএস