‘পাড়া-মহল্লার দলও বর্তমান পাকিস্তানের চেয়ে ভালো’
ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর তুমুল সমালোচনার শিকার হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সাবেক ক্রিকেটাররা তো রীতিমত ধুয়ে দিয়েছেন পাকিস্তানের বর্তমান দলটিকে। এখনও সেই সমালোচনা থেমে নেই। এবার সমালোচকদের দলে যোগ দিলেন সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া।
পাকিস্তান ক্রিকেট দলকে সম্ভবত সবচেয়ে বাজে ভাষায় আক্রমণ করলেন কানেরিয়া। বাংলাদেশের কাছে হারের পলে ক্ষুদ্ধ সাবেক এই স্পিনার বলেন, ‘এমনকি পাড়া-মহল্লার একটি দলও সম্ভবত পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলটির চেয়ে অনেক ভালো।’
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ জয় পেয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েছিলো। জয় পেয়েছিরো ৬ উইকেটের ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ই নয় শুধু, প্রথম সিরিজ জয়ও পেয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের এই পরাজয় নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন দানিশ কানেরিয়া। কথা বলার সময় পাকিস্তান দল সম্পর্কে খুবই চাঁচা-ছোলা কথা বলেন তিনি। পাকিস্তানের ক্রিকেট সবচেয়ে নিচুস্তরে রয়েছে দাবি করে দানিশ করেনিয়া বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দল এখন রয়েছে সবচেয়ে নিচু লেভেলে। এমনকি কোনো কোনো পাড়া-মহল্লার দলও তাদের চেয়ে অনেক ভালো।’
কেন পাকিস্তান দলের এমন অবস্থা? এর জন্য সরাসরি পিসিবিকেই দায়ী করেছেন তিনি। কানেরিয়া বলেন, ‘পাকিস্তান দলের এই বাজে অবস্থার জন্য পুরোপুরি দায়ী পিসিবি। জাতীয় দলের এত বাজে পারফরম্যান্সের জন্য পুরোপুরি দায় নিতে হবে পিসিবিকেই। অধিনায়কের লাক্সারিয়াস কুরসি এবং পিসিবির চেয়ারম্যানশিপ খেলার পুরো মন-মানসিকতাই নষ্ট করে দিয়েছে।’
একই সঙ্গে কানেরিয়া পয়েন্ট আউট করেন, অধিনায়কের মাঠে পারফরম্যান্স করতে না পারাকে। অধিনায়কই যদি পারফর্ম করতে না পারেন, তাহলে এমন পরিস্থিতি হবেই।
কানেরিয়া একই সঙ্গে সরফরাজ আহমেদকে বাদ দিয়ে বাবর আজমকে নেতৃত্বে নিয়ে আসার সমালোচনা করেন। ২০১৭ সালে সরফরাজের নেতৃত্বেই পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো। সরফরাজের নেতৃত্বে সব ফরম্যাটেই ভালো করছিলো পাকিস্তান। কিস্তু বাবর আজমকে আনার পর চারদিকের চাপ সামলে আর তিনি দলকে সঠিক রাস্তায় রাখতে পারেননি।
তিনি বলেন, ‘আমি বুঝি না, সরফরাজ আহমেদের দারুণ অধিনায়কত্বের পরও তাকে সরিয়ে কেন বাবর আজমকে নেতৃত্ব দেয়া হলো। আর বর্তমানে তো পাকিস্তান দলে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কোনো খেলোয়াড়ই নেই। অধিনায়ক হবেন এমন এক ব্যক্তি, যিনি নিজের কাঁধে সব ধরনের চাপ নেবেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সামনে এগিয়ে নেবেন। অথচ এই জিনিসটাই বাবর আজম কিংবা শান মাসুদ- কারো মধ্যে নেই।’
কানেরিয়া প্রশ্ন তোলেন, ‘কেন তারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে কোনো সেঞ্চুরি করতে পারেনি?’
আইএইচএস/