ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাসানের ফাইফার, ৩৭৬ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৪

রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ করেছিলেন, চেন্নাইয়ে সেখান থেকেই শুরু করলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেছিলেন টাইগার পেসার। এবার ভারতে গিয়েও ফাইফার হাসানের।

প্রথম দিন ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টিই শিকার করেছিলেন হাসান। যে কারণে ওই দিনটি ছিল হাসানের একারই।

কিন্তু আজকের দিনটি নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে ৩১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৩৭৪ রানে ৯ উইকেট হারায় ভারত।

ভারতের ১০ম উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেন হাসান। জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান টাইগার পেসার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরমের মাটিতে সেজদা দিয়ে ট্স্টে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার উদযাপন করেন ডানহাতি পেসার।

হাসানের ফাইফার আর তাসকিনের ৩ উইকেটে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়ে গেছে ভারত।

আজ শুক্রবার ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। বাকি ৪ উইকেটের বিনিময়ে মাত্র ৩৭ রান করতে পারে স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে ৪ রান যোগ করতেই উইকেট হারায় ভারত। দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১২৪ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান জাদেজা।

নবম ওভারে বোলিংয়ে দিনের দ্বিতীয় শিকার ধরেন তাসকিন। ভারতের ইনিংসের ৮৯ ওভারে আকাশ দিপকে (৩০ বলে ১৭) সাজঘরের পথ দেখান তিনি।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সেঞ্চুরি করা রবীচন্দন অশ্বিনকেও আউট করেন তাসকিন। ১৩৩ বলে ১১৩ রান করা অশ্বিনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান টাইগার পেসার। অর্থাৎ ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ভারত।

এরপর জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান হাসান (৯ বলে ৭)।

এমএইচ/জিকেএস