ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নির্বাচক হান্নান সরকারের ব্যাখ্যা

ফিট নন শরিফুল, ১৭২ রানের ইনিংস খেলে দলে জাকের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

শরিফুল ইসলাম চোটে পড়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই। এজন্যই তিনি ভারত সফরের দলে নেই, বোঝা গিয়েছিল আগেই। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার এবার যা ব্যাখ্যা দিলেন, তাতেও উঠে এলো সেই কথাই।

শরিফুল ইসলামের বদলে কেন ব্যাটার জাকের আলী অনিকের ওপর ভরসা করেছেন তারা, সেই ব্যাখ্যাও দিয়েছেন হান্নান সরকার। জানিয়েছেন, পাকিস্তান সফরে 'এ' দলের হয়ে ১৭২ রানের ইনিংসটিই জাকেরকে এগিয়ে দিয়েছে।

শরিফুলের বাদ পড়া নিয়ে সংবাদ সম্মেলনে হান্নান বলেন, ‘শরিফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। (পাকিস্তানে) দ্বিতীয় টেস্টেই ও আনফিট ছিল। যে কারণে নির্বাচনী প্রক্রিয়ায় ছিল না। তারপর সেই প্রক্রিয়ায় ওকে ফলোআপে রাখা হয়েছে। ফিজিও-ট্রেনাররা তার দেখভাল করছেন। তাকে টেস্টের জন্য শতভাগ ফিট বলব না। কারণ টেস্টে (দিনে) ১৫-২০ ওভার বোলিং দরকার হতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি খেলাও আছে। ওই সংস্করণেও শরিফুল আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

হান্নান যোগ করেন, ‘ও যেহেতু শতভাগ ফিট নয়, তাই আমরা ঝুঁকির জায়গায় যেতে যাচ্ছি না। কারণ আমাদের টেস্ট দলে এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েকজন তৈরি করতে পেরেছি, যারা ফিট আছে। তাই আমরা শরিফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলে সে টি-টোয়েন্টি দলে আসবে।’

পেসারের বদলে ব্যাটার কেন? হান্নানের জবাব, ‘জাকের আলী অনিকের বিষয়টা... আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। এবার আমরা একজন পেসার কমিয়েছি। ওই জায়গায় একজন ব্যাটার বাড়িয়েছি, মিডল-অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়, মিডল-অর্ডারে একটা বিকল্প বাড়ান দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়। তাই ব্যাটার বাড়িয়েছি।’

মিডল অর্ডারে শাহাদাত হোসেন দিপু গত বছর ৪টি টেস্ট খেলেছেন। তরুণ দিপুকে আবার সুযোগ না দিয়ে জাকেরকে বিবেচনা কেন? হান্নান জানালেন, ‘আমাদের সবগুলো পরিকল্পনায় (শাহাদাত হোসেন) দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যে ম্যাচগুলো খেলেছে তখন সাকিব বা মুশফিকের কেউ একজন সবসময় ছিল না। কেউ একজন অনুপস্থিত ছিল, তখন ম্যাচগুলোতে দীপু সুযোগ পেয়েছে এবং খারাপ-ভালো মিলিয়েই খেলেছে। আমি বলব না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে।’

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় জাকের এগিয়ে গেছেন, দিপুকে ভবিষ্যতের জন্য রাখা হয়েছে জানালেন হান্নান। তিনি বলেন, ‘জাকের কিন্তু... তার রেকর্ড যদি দেখেন এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্সনে রেকর্ডগুলো যদি দেখেন, একটা আইডিয়া হয়তো পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব কার্যকর ক্রিকেটার হতে পারে। দুর্ভাগ্যবশত চোটের কারণে হয়তো আরও আগে অভিষেক বা সুযোগ থাকলেও হয়তো হয়নি। বা দলে আসার সুযোগ থাকার পরও পারেনি।’

‘আর সম্প্রতি আপনারা জানেন, পাকিস্তানে সে একটা ১৭২ রানের ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলেছে, খুব ভালো খেলেছে। সব কিছু বিবেচনায় নিয়ে জাকেরকে আমরা এক ধাপ এগিয়ে রেখেছি’-পরিষ্কার কথা হান্নানের।

এমএমআর/জেআইএম