সিরিজ সেরা পুরস্কারের অর্থ নিহত রিক্সাচালকের পরিবারকে দেবেন মিরাজ
প্রথমে বল হাতে ৫ উইকেট। পরে ব্যাট হাতে ৭৮ রান। অসাধারণ পারফরম্যান্স দেখালেন মেহেদী হাসান মিরাজ। লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের অনবদ্য জুটি গড়ে বাংলাদেশকে মহা বিপর্যয় থেক রক্ষা করেন। পুরো সিরিজে ১৫৫ রান করার পাশাপাশি নেন ১০ উইকেট। যে কারণে সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সিরিজ সেরার পুরস্কার নিতে গিয়ে সঞ্চালকের প্রশ্নে নিজের পারফরম্যান্স, জয়ের অভিজ্ঞতা এবং সতীর্থদের অবদানের কথা জানান মেহেদী হাসান মিরাজ। প্রশ্নোত্তরের শেষ মুহূর্তে হঠাৎ বাংলায় কথা বলতে শুরু করেন তিনি।
এ সময় মেহেদী হাসান মিরাজ তার সিরিজ সেরার পুরস্কারের অর্থ, গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে আহত, পরে নিহত হওয়া এক রিক্সা চালকের পরিবারকে দেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা গেছেন। এই ম্যাচ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই।’
আইএইচএস/