ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি নেই, ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা বন্ধ হয়েছিল অনেকটা সময় বাকি থাকতেই। ফলে জয়ের অপেক্ষা বেড়েছে বাংলাদেশের।

আজ মঙ্গলবার ম্যাচের শেষ দিনে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির শঙ্কা নেই। মাঠের আশেপাশের ১৫ কিলোমিটারের মধ্যে আকাশও পরিষ্কার। যে কারণেই আজকের খেলা নিয়েও শঙ্কা নেই। ভালোমতো খেলতে পারলে জয় পাবে বাংলাদেশই। জয়ের জন্য টাইগারদের দরকার মাত্র ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট।

এই ম্যাচে জিততে পারলে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাবে বাংলাদেশ। এছাড়া প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদও উপভোগ করবে টাইগাররা। কারণ, সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশর পক্ষে। গতকাল বাংলাদেশকে মাত্র ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। এত কম রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে এর আগে কখনো হারেনি বাংলাদেশ।

২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ৪ উইকেট হাতে রেখে।

এরপর ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ৪ উইকেটের জয় পায় টাইগাররা।

এমএইচ/জেআইএম