ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিধ্বংসী অ্যাটকিনসনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০৮ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৪

‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডসে খেলাই থাকে অনেক ক্রিকেটারের স্বপ্ন। সেই লর্ডসের অনার্সবোর্ডে নাম লেখানো কোন স্তরের স্বপ্ন, সেটি একজন ক্রিকেটার বৈ অন্য কেউ অনুভব করতে পারবেন না। কিন্তু বহু ক্রিকেটারের স্বপ্নের সেই অনার্সবোর্ডে নাম লিখিয়েই যাচ্ছেন গাস অ্যাটকিনসন। তিনি যেন বুঝিয়ে দিচ্ছেন লর্ডসের অনার্সবোর্ডে নাম লেখানো কতটা সহজ!

২৬ বছর বয়সী ইংলিশ পেসার এই পর্যন্ত পাঁচবার লর্ডসের অনার্সবোর্ডে নাম লেখালেন। অথচ টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে এখনো দুই মাসও পূর্ণ হয়নি।

গতকাল রোববার শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন অ্যাটকিনসন। এতে পঞ্চমবারের মতো লর্ডসের অনার্সবোর্ডে নাম লেখান তিনি। ৪৮৩ রানের লক্ষ্য লঙ্কানদের জন্য ছিল প্রায় অসম্ভব। কিন্তু ১৯০ রানের বিশাল ব্যবধানে হারতে হবে , সেটি হয়তো ভাবেনি লঙ্কানরা। অ্যাটকিনসনের বিধ্বংসী বোলিংয়ে সেটিই হলো।

লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা অলআউট হয়ে গেছে ২৯২ রানে। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

৬২ রানে ৫ উইকেট শিকারের আগে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন অ্যাটকিনসন। শুধুমাত্র একজন পেসার হিসেবে খেলতে নামা অ্যাটকিসননের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকার করে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ৪৬ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন অ্যাটকিনসন।

সর্বশেষ ১৯৭৮ সালে ইংলিশ ক্রিকেটার হিসেবে এক সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেট শিকার করেছিলেন ইয়ান বোথাম। এবার সেই রেকর্ড করলেন অ্যাটকিনসন।

ইংল্যান্ডের দেওয়া ৪৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিফটি হাঁকিয়েছেন ৩ লঙ্কান ব্যাটার। দিমুথ করুনারত্মে ৫৫, দিনেশ চান্দিমাল ৫৮ ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা খেলেন ৫০ রানের ইনিংস। নিচের মিলান রত্মানায়েকে যোগ করেন ৪৩ রান। বাকিদের আর কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। শেষমেশ ২৯২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।

এমএইচ/জিকেএস