ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে যা বললেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:২২ পিএম, ২৫ আগস্ট ২০২৪

রাওয়ালপিন্ডিতে যখন সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে খেলছিলেন, তখন ঢাকায় তাকে করা হলো হত্যা মামলার আসামী। মামলার পরপরই বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সাকিবকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার।

এমন পরিস্থিতিতে ঠিকই সাকিব দলের হয়ে খেলে গেছেন এবং টেস্টের শেষ দিন আজ বল হাতে টানা ১৭ ওভার বোলিং করলেন। ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট হতে অন্যতম ভূমিকা রাখেন। বাংলাদেশ পাকিস্তানকে হারালো ১০ উইকেটের বিশাল ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথম কোনো টেস্ট জয়ের দেখা পেলো টাইগাররা।

টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই সাকিব আল হাসানের পারফরম্যান্স নিয়ে কথা উঠেছে। তার গুরু, প্রশিক্ষক এবং বর্তমানে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘বাইরের ঘটনা মাঠের ভেতর স্পর্শ করে না সাকিবকে। সে বরাবরই পেশাদার। মাঠে নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করে।’

রাতের দিকে সাকিব আল হাসানকে নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দেন দলের আরেক সিনিয়র সদস্য, ব্যাটার মুমিনুল হক। তার মতে, সাকিব আল হাসানের নামে হত্যা মামলা অপ্রত্যাশিত। এ ঘটনায় দেশের ক্রিকেটের ভাবমুর্তি নষ্ট হতে পার।

মুমিনুল যে স্ট্যাটাস দিয়েছেন, সেটা তুলে ধরা হলো পাঠকদের জন্য, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!

গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।

যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে।

ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

আইএইচএস/