বাংলাদেশের বিপক্ষে চারে ব্যাট করবেন বাবর!
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান দলটিতে পরিবর্তনের নানান কথা শোনা যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে সিরিজ শুরুর আগেও সেই পরিবর্তনের ধারা অব্যাহত রাখছে তারা। দলটিতেও চালানো হচ্ছে নানা পরীক্ষা-নীরিক্ষা।
এবার শোনা গেলো, বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চার নম্বর স্থানটি নিয়ে ভালোমতোই পরীক্ষা-নীরিক্ষা চালাবে তারা। ভারতের টাইমস অব ইন্ডিয়া পাকিস্তান দলের একটি ঘনিষ্ট সূত্রে জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে চার নম্বরে ব্যাট করবেন দলের সিনিয়র ব্যাটার বাবর আজম।
বাবর আজমের জন্য চার নম্বর পজিশন একেবারেই অপ্রত্যাশিত। শুধু টেস্টই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও বাবর আজমের ব্যাটিং পজিশন সব সময় থাকে সেরা তিনে। হয়তো ওপেনার, নয়তো তিন নম্বরে।
কিন্তু এবার পাকিস্তান দল তাদের ব্যাটিং নিয়ে আরও বড় পরিকল্পনা সাজাচ্ছে। যার অংশ হিসেবে প্রথম তিনটি পজিশনে অন্যদেরকে নিয়ে এসে চার বাবরকে নামানো হলে ব্যাটিং শক্তি তাদের আরও বেড়ে যাবে।
সূত্র জানাচ্ছে, এর অর্থ- আবদুল্লাহ শফিকির পজিশন ওপেনিংয়েই থাকছে। গুরুত্বপূর্ণ স্থান তিন নম্বরে জায়গা নিতে পারেন অধিনায়ক শান মাসুদ। চার নম্বরে বাবর আজম থাকার অর্থ হলো, টপ অর্ডারের তিন ব্যাটার নিশ্চিন্তে, সাহস নিয়ে ব্যাটিং করে যেতে পারবেন। আবার মিডল অর্ডারও শক্তিশালী হলো।
বাবর আজমের ব্যাটিং অর্ডার পরিবর্তন এবারই প্রথম নয়। ২০২২ সালে শ্রীলঙ্কা সফরে বাবর ওপেনিং থেকে তিন নম্বরে ব্যাট করার চেষ্টা করেছিলেন। যদিও সেই পরীক্ষা বেশিদিন স্থায়ী হয়নি। তবে এবারের চার নম্বরে তাকে নিয়ে আসা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে জানা যাচ্ছে।
আইএইচএস/