ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গায়ানা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০২৪

গায়ানাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

কেমার রোচের বদলে ক্যারিবীয় একাদশে এসেছেন শামার জোসেফ। এই পেসার প্রথম হোম টেস্ট খেলবেন। অন্যদিকে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। ডেন পিট এবং নান্দ্রে বার্গারকে জায়গা করে দিতে বাদ পড়েছেন রায়ান রিকেলটন এবং লুঙ্গি এনগিদি।

ত্রিনিদাতে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির কারণে পাঁচদিনে ১৪২ ওভারের মতো খেলা হয়নি। সেই ম্যাচটি ড্র হয়। ফলে দ্বিতীয় টেস্টে যে দল জিতবে, তারা সিরিজ নিজেদের করে নেবে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), মিকিলে লুইস, কিয়েসে কার্টি, অলিক আথানাজে, কাভেম হজ, জেসন হোল্ডার, জসুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি, জোমেল ওয়ারিকেন, শামার জোসেফ, জেডেন সিলস।

দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ত্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেন, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, ড্যান পিট, কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার।

এমএমআর/