ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চট্টগ্রামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে রান পেলেন বিজয়-মুশফিক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৯ জুলাই ২০২৪

চট্টগ্রামে প্রথম দুইদিনের প্রস্তুতি ম্যাচে উভয় ইনিংসে (৫০ ও ৪৮) ভালো ব্যাটিং করার পর এবার তিনদিনের প্র্যাকটিস ম্যাচেও রান পেয়েছেন মুশফিকুর রহিম।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে ৩ দিনের খেলা। প্রথম দিন শেষে সবুজ দলের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মিস্টার ডিপেন্ডেবল উপহার দিয়েছেন ৫১ রানের ঝকঝকে ইনিংস।

তিনদিনের ম্যাচ হলেও মুশফিক খেলেছেন রীতিমত ওয়ানডে মেজাজে। ৫৪ বলে সমান তিনটি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ওই ইনিংসটি সাজান দীর্ঘ পরিসরের ক্রিকেটে টিম বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ।

বিসিবি লাল দলের দ্রুতগতির বোলার খালেদ আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। তার আগে সবুজ দলের পক্ষে ব্যাট হাতে জ্বলে ওঠেন ওপেনার এনামুল হক বিজয় আর মিডল অর্ডার ইয়াসির আলী।

এর মধ্যে বিজয় শতরানের দোরগোড়ায় গিয়েও ছুঁতে পারেননি। ১০ রান পেছনে থেকে ফিরে এসেছেন। আউট হওয়ার আগে সাড়ে ৪ ঘণ্টা (২৭৯ মিনিট) উইকেটে কাটিয়ে ১৮৬ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন বিজয়।

লাল দলের পেসার তানজিম হাসান সাকিবের বলে লেগবিফোর উইকেটের ফাঁদে পড়েন বিজয়। অন্যদিকে ইয়াসির আলী খেলেন ৭১ বলে ৫৮ রানের সাবলীল ইনিংস। চট্টগ্রামের এ তরুণের ব্যাট থেকে আসে ৩টি ছক্কা ও ৫টি বাউন্ডারি।

আজ সোমবার প্রথম দিন সবুজ দলের ব্যাটারদের কাছ থেকে সর্বাধিক সমীহ আদায় করে নেন লাল দলের পেসার তানজিম সাকিব (৩/৩৫)। অপর পেসার খালেদ আহমেদ ও অফস্পিনার নাইম হাসান একটি করে উইকেট পান।

উইকেটকিপার জাকের আলী অনিক ১২ আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ শূন্য রানে উইকেটে আছেন। দিন শেষে সবুজ দলের স্কোর ৫ উইকেটে ২২০ রান।

সংক্ষিপ্ত স্কোর
বিসিবি সবুজ দল প্রথম ইনিংস: ৬৩ ওভারে ২২০/৫ (এনামুল হক বিজয় ৯০, নাইম শেখ ৫, খালিদ হাসান ০, ইয়াসির আলী ৫৮, মুশফিকুর রহিম ৫১, জাকের আলী অনিক ১২*, মেহেদি হাসান মিরাজ ০*; তানজিম সাকিব ৩/৩৫, খালেদ ১/২৭ ও নাইম হাসান ১/৩৭, নাহিদ রানা ০/১৭, তাইজুল ইসলাম ০/৬৪, নাসুম আহমেদ ০/৩২)

এআরবি/এমএমআর/এএসএম