ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নারী টি-২০ এশিয়া কাপ

বাঁচামরার ম্যাচে ১৯১ রানের বিশাল পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৪ জুলাই ২০২৪

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ডাম্বুলায় মালয়েশিয়ার বিপক্ষে ২ উইকেটে ১৯১ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ৪৬ বলের ওপেনিং জুটিতে ৬৫ রান তোলেন দিলারা আক্তার আর মুর্শিদা খাতুন। ২০ বলে ৩৩ করে আউট হন দিলারা।

তবে মুর্শিদা আর নিগার মিলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ৫৬ বলে ৮৯ রান যোগ করেন তারা। মুর্শিদা যেভাবে খেলছিলেন সেঞ্চুরির সুযোগ ছিল। তবে ব্যক্তিগত ৮০ রানে থামতে হয় তাকে। ৫৯ বলের ইনিংসে ১০টি চার আর একটি ছক্কা হাঁকান এই ওপেনার।

এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন নিগার সুলতানা। বাংলাদেশ অধিনায়ক ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৭ বলে ৬২ করে। মারকুটে ইনিংসটি তিনি সাজান ৫টি চার আর দুটি ছক্কায়। ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন রুমানা আহমেদ।

শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে বাংলাদেশ। এতে করেই দুইশর কাছাকাছি সংগ্রহ গড়া হয়ে গেছে টাইগ্রেসদের।

এমএমআর/এএসএম