ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়ায় পাকিস্তান ‘এ’ দলের কাছে বড় হার এইচপির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১২ পিএম, ২৪ জুলাই ২০২৪

অস্ট্রেলিয়ায় পাকিস্তান ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৪৮ রানে হারিয়েছে পাকিস্তান।

ডারউইনের মারারা ওভালে টস হেরে ব্যাট করতে ৩ উইকেটে ৪৬৭ রানের বিশাল সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করে মাত্র ২৬৬ রান। ২০১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করে আরও ২২৬ রান। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪২৮ রানের। বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশ থেমে যায় ২৭৯ রানে।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকান উমায়ের ইউসুফ। ১২৩ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। সঙ্গে মুবাসির খানের ১৩৪ বল মোকাবেলায় ৯৫ রানের সুবাদে ৩ উইকেটে ২২৬ রানের সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

৪২৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে লড়াই করেন অমিত হাসান ও পারভেজ ইমন। ওপেনার ইমন করেন ১৩৮ বলে ৫৭ রান। আর ৭১ রানের ইনিংস খেলেন অমিত। অপরাজিত রিপন মন্ডল করেন ৪৩ রান। বাংলাদেশের স্কোরকার্ডে ৪২ রানের অবদান রাখেন অধিনায়ক শাহাদাত হোসেন। দলের অন্যদের উল্লেখযোগ্য সাহায্য না পাওয়ায় বড় হারই হজম করতে হলো বাংলাদেশকে।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ডাবল সেঞ্চুরি হাঁকান ওপেনার মোহাম্মদ হুরেইরা। ২৪৭ বলে ২১৮ রান করেন তিনি। ২৫ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কায় ইনিংস সাজান এই ব্যাটার। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান করেন ৮৩ বলে ৬৬ রান।

সেঞ্চুরি হাঁকান কামরনা গুলাম। ১৬১ বলে ১০০ রান (১৩ বাউন্ডারিতে) করেন তিনি। উমর আমিন খেলেন ৫৪ রানের ইনিংস। এতে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৯৬.১ ওভারে ৪৬৭ রান।

জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে যায় ২৬৬ রানে। ওপেনার সাদমান ইসলাম দলের হয়ে এই ইনিংসের সর্বোচ্চ ৮৮ রান করেন। মোকাবেলা করেন ১৬৭ বল। এছাড়া ৭০ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা। নিচের দিকে রেজাউর রহমান রেজা করেন ৩২ রান। 

এমএইচ/জিকেএস