ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন রোহিত-কোহলি, বললেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:১৯ এএম, ২৪ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। তবে এখনও ভারতীয় দলের জার্সিতে টেস্ট ও ওয়ানডে খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই দুই ফরম্যাটেও তাদের সময় ফুরিয়ে আসতেছে বলে মনে করছেন ভারতীয় অনেক ক্রিকেটভক্ত।

রোহিত-কোহলির সময় এখনই ফুরিয়ে যায় বলে বিশ্বাস করেন ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। তিনি মনে করছেন, এই দুই ক্রিকেটার ২০২৭ সালের বিশ্বকাপও খেলতে পারবেন। শুধু ফিট থাকলেই তাদের দ্বারা আইসিসির সবচেয়ে জনপ্রিয় ওয়ানডে বিশ্বকাপের আসরেও অংশ নেওয়া সম্ভব বলে মনে করছেন গম্ভীর।

চলতি মাসেই ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গম্ভীর। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘এই দুই দৃঢ়চেতাদের (কোহলি ও রোহিত) কাছে এখনও দেওয়ার মতো অনেক কিছু রয়েছে।’

গম্ভীর সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, তারা বড় মঞ্চে কী দিতে পারে তা দেখিয়েছে। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ।

একটা জিনিস আমি খুব পরিষ্কার করে বলতে পারি, এই মানুষগুলোর মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫ সাল) এবং অস্ট্রেলিয়ার একটি বড় সফরের সঙ্গে (২০২৪ সালের নভেম্বর থেকে) স্পষ্টতই তারা দলে থাকবে। স্পষ্টতই তারা এগুলো খেলার জন্য আগ্রহী থাকবে।’

গম্ভীর আরও বলেন, ‘আশা করি, তারা যদি তাদের ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে ২০২৭ বিশ্বকাপও খেলবে। তবে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলতে পারবো না তাদের মধ্যে কতটা ক্রিকেট বাকি আছে। শেষ পর্যন্ত এটা খেলোয়াড়দের উপর নির্ভর করে, কতটা পারবে। তারা দলের সাফল্যে অবদান রাখে।’

‘সবশেষে দলকেই বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু বিরাট এবং রোহিত কী দিতে পারে তা দেখিয়েছে। আমি মনে করি, তাদের এখনও অনেক ক্রিকেট আছে। তারা বিশ্বমানের খেলোয়াড় এবং যেকোনো দলই তাদের দুজনকে যতদিন সম্ভব রাখতে চাইবে’-যোগ করেন গম্ভীর।

আগামী শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কাজ শুরু করবেন গম্ভীর। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

এমএইচ/জেআইএম