ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে ভারত, সঙ্গী পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৪ জুলাই ২০২৪

নারী এশিয়া কাপে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠেছে ভারত। গতকাল নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপপর্বের ৩ ম্যাচের ৩টিতেই জয় নিশ্চিত করেছে ভারতীয়রা। একে গোটা ৬ পয়েন্ট গ্রুপ-এ থেকে সেমির টিকেট পেয়ে গেছে স্মৃতি মান্দানার দল।

ভারতের সঙ্গে সেমিতে কোয়ালিফাই করেছে পাকিস্তানও। গতকাল আরব আমিরাতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এ-গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ৮ উইকেটে আমিরাতের ১০৩ রানের জবাব পাকিস্তান দিয়েছে ১৪.১ ওভারে। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের।

গতকাল ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৮ রান করে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলতে পারে নেপাল।

নেপালের বিপক্ষে গতকাল ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শেফালি ভার্মা। ৮১ রান করেন এই ওপেনার। নেপালের বোলারদের তুলোধুনো করে মাত্র ২৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০তম হাফসেঞ্চুরি তুলে নেন শেফালি। এছাড়া ৪৭ রানের আরও একটি দারুণ ইনিংস খেলেন আরেক ওপেনার হিমালতা।

শেষ দিকে নেমে আরও একটি ঝোড়ো ইনিংস খেলেন জেমিমা রদ্রিগেজ। ১৫ বলে ২৮ রান করেন তিনি। এতে ভারতীয়রা পেয়ে যায় ১৭৮ রানের বড় সংগ্রহ।

আর নেপালের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন সিতা রানা মাগার। শেষ দিকে ১৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন বিন্দু রাওয়াল।