ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ইনজামামের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৬ জুন ২০২৪

ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে-বিশ্বকাপ আসলেই এমন আলোচনা মাথাচাড়া দিয়ে উঠে। আর সেই আলোচনার সূত্রপাত হয় বেশিরভাগ সময় তাদের শত্রু দেশ পাকিস্তান থেকে।

গত ওয়ানডে বিশ্বকাপের সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা বলেছিলেন, ভারতীয় বোলারদের বিশেষ বল দেওয়া হয় কিনা সেটি খতিয়ে দেখা উচিত।

তার এমন কথার পেছনে অবশ্য যুক্তিও ছিল। অন্য দলের বোলারদের যে উইকেটে রীতিমত সংগ্রাম করতে হয়েছে, সেখানে ভারতের বোলাররা প্রতিপক্ষকে একাধিক ম্যাচে গুঁড়িয়ে দিয়েছেন একশ পেরোনোর আগেই। ওই বিশ্বকাপে টানা নয় ম্যাচ জিতে ফাইনালে উঠে ভারত, যদিও ফাইনালে পারেনি অস্ট্রেলিয়ার কাছে।

ওই বিশ্বকাপে একটি অভিযোগ নয়, আরও কিছু অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধে। এর মধ্যে একটি হলো, ঘরের মাঠে পিচ কারসাজি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মুঠোফোনে পিচের ছবি পর্যন্ত তুলে রেখেছিলেন। যদিও কোনো অভিযোগই প্রমাণিত নয়।

এবারও ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার কিছু অভিযোগ আছে। শ্রীলঙ্কার মতো দলকে যেখানে গ্রুপপর্বে চারটি ম্যাচ খেলতে হয়েছে ভিন্ন ভিন্ন ভেন্যুতে, বাংলাদেশকে করতে হয়েছে সবচেয়ে বেশি পথ ভ্রমণ। সেখানে ভারতের ছিল একই ভেন্যুতে তিন ম্যাচ, হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্বও ছিল কম।

এর মধ্যে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ভারত কোন ভেন্যুতে খেলবে, সেটিও আগে থেকে ঠিক করা। সুপার এইটে প্রথম বা দ্বিতীয় দল যাই হোক, ভারতের জন্য সেমিতে গায়ানার উইকেট প্রস্তুত থাকবে, সেটি জানা ছিল আগেই।

আর প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হলেও ভারতের ম্যাচে তা রাখা হয়নি। বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে।

এমন সব সুবিধা যে ভারতকে দেওয়া হয়েছে, সেটি অস্বীকার করার উপায় নেই। এর মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ইনজামাম উল হক ভারতীয় বোলারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন।

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভারতের পেসার অর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং পেয়েছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে ইনজামাম বলেছেন, ‘১৫তম ওভারে অর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এলো, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’

ইনজামাম যোগ করেন, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি। ১৫তম ওভারে যদি অর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে জাসপ্রিত বুমরাহ রিভার্স সুইং আদায় করতে পারেন। তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার সেলিম মালিক। তিনি তো আশপাশের ফিল্ডারদেরও চেক করতে বললেন, ‘কিছু দলের বিপক্ষে তাদের (আম্পায়ার) চোখ সব সময় বন্ধ থাকে। ভারত সেসব দলের মধ্যে একটি। আশপাশের ফিল্ডারদের চেক করো, রিভার্স সুইং পাওয়ার সময় আমি ইনজিকে এ কথা বলে হাসছিলাম।’

এমএমআর/জেআইএম