ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১২৮ রানে অলআউট যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২২ জুন ২০২৪

আন্দ্রে রাসেল, রস্টন চেজরা করলেন দুর্দান্ত বোলিং। ব্যাট হাতে ভালো কিছু করতে পারলেন না যুক্তরাষ্ট্রের ব্যাটাররাও। শেষ অবধি তাদের থামতে হয়েছে অল্পতে।

শনিবার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে শুরুতে ব্যাট করে ১২৮ রানে অলআউট হয়ে গেছে যুক্তরাষ্ট্র।

দলীয় সংগ্রহ কেবল ৩ রান থাকতে প্রথম উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে রাসেলের ওভারে ৭ বলে ২ রান করা স্টিভেন টেলরের ক্যাচ নেন তিনি। এরপর আন্দ্রেস গৌওস ও নিতিশ কুমার মিলে গড়েন ৪৮ রানের জুটি।

২ চারে ১৬ বলে ২৯ রান করা গৌওসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আলজারি জোসেফ। এর কিছুক্ষণ পরই ১৯ বলে ২০ রান করা গুদাকেশ মোতিকে এলবিডব্লিউ করেন গুদাকেশ মোতি।

অধিনায়ক অ্যারন জোন্সও ১১ বলে ১১ রান করে আউট হন। শেষদিকে রান করতে পারেন কেবল মিলিনাদ কুমার ও শেল্ডে ভ্যান স্কাল্লাকইউক। ১৭ বল খেলে ১৮ রান করেন তিনি। ৬ বলে ১৪ রান করে দলকে একটা ভালো অবস্থায় নিয়ে আসেন আলি খান।

আইএইচএস/এমএস