ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আশা করি পরের রাউন্ডে ব্যাটিং ঠিক হয়ে যাবে: শান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৭ জুন ২০২৪

চার ম্যাচের তিনটিই জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নাম লিখিয়েছে বাংলাদেশ। বলা যায়, বোলারদের কাঁধে ভর করে। কোনো ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা দারুণ কিছু করতে পারেননি।

টপ অর্ডার নিয়মিতই ফেল করেছে। ব্যাটে রান নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের। আজও নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বোলারদের কল্যাণে এই ম্যাচ জিতেছে ২১ রানে।

দলের বোলিং নিয়ে অধিনায়ক শান্ত বেশ খুশি। তবে ব্যাটিং নিয়ে নয়। যদিও বাংলাদেশ দলপতির আশা, পরের রাউন্ডে অর্থাৎ সুপার এইটে ঠিক হয়ে যাবে ব্যাটারদের পারফরম্যান্স।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, 'এই রাউন্ডে আমরা যেভাবে খেলেছি, খুব খুশি। আমরা এই বোলিং পারফরম্যান্স অব্যাহত রাখতে চাইব, তবে এই ব্যাটিংটা নয়। আশা করি পরের রাউন্ডে আমাদের ব্যাটিং ঠিক হয়ে যাবে।'

বাংলাদেশ অধিনায়ক জানালেন, অল্প পুঁজি নিয়েও জেতার আত্মবিশ্বাস ছিল তাদের। তিনি বলেন, 'আমরা খুব বেশি রান করতে পারিনি, তবে আমরা জানতাম শুরুতে উইকেট নিতে পারলে ডিফেন্ড করতে পারব। আমরা এটাই বোলারদের বলেছিলাম। ছেলেরা ফিল্ডিংয়েও বেশ ভালো ছিল।'

টানা তিন জয় নিয়ে সুপার এইটে যাওয়া বাড়তি আত্মবিশ্বাস দেবে জানিয়ে শান্ত বলেন, 'টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। পরের রাউন্ড নিয়ে আমাদের পরিকল্পনা আছে, মাঠে আমরা সেটার প্রয়োগ দেখাতে চাই।'

এমএমআর/জিকেএস