ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খুব দ্রুতই ফর্মে ফিরবেন শান্ত, বিশ্বাস সাকিবের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৫৮ পিএম, ১৬ জুন ২০২৪

নাজমুল হোসেন শান্তর সময়টা ভালো যাচ্ছে না। ব্যাটে হাতে একেবারেই অনুজ্জ্বল বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩ ম্যাচে তার রানের চালচিত্র হলো- ৭, ১৪ ও ১। গড় ৭.৩৩। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও রান পাননি বাঁহাতি এই ব্যাটার। সব মিলিয়ে একেবারেই অফফর্মে বাংলাদেশ দলের কাপ্তান।

শান্তর খারাপ দিনে তার পাশে দাড়িয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। খুব দ্রুতই শান্তর ব্যাট হাসবে। কারণ, কঠিন পরিশ্রম করছেন বাঁহাতি এই ব্যাটার। শীঘ্রই রানে ফিরবেন শান্ত, এমনটিই বিশ্বাস করছেন তানজিম।

তানজিম সাকিব বলেন, ‘শান্ত ভাই নিজেকে ফর্মে ফেরাতে অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং আবেগপ্রবণ ব্যক্তি। তিনি সাধ্যমতো চেষ্টা করছেন। অধিনায়ক হিসেবেও তিনি খুব ভালো। আমরা এটি ভালোবাসি। এর প্রশংসা করি। মাঠে ও বাইরে সবাইকে তিনি খুব কাছাকাছি রেখেছেন এবং সংগঠিত করেছেন। এটি একটি ভালো পয়েন্ট।’

যারা বিশ্বকাপে খেলছে, ‘তারা সবাই ভালো ক্রিকেটার। যদি তারা ১০০% দেয় ইনশাআল্লাহ… । তারা আপ্রাণ চেষ্টা করছে। হয়তো দুই একজন রান পাচ্ছেন না। আমার দৃঢ় বিশ্বাস, খুব শিগগিরই তারা ফর্মে ফিরবে। এটা দলের বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই মাঠে নামবো। আমাদের বিশ্বাস আছে যে কেউ ভালো খেলবে।’

 

এমএইচ/