ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্ষুব্ধ ওয়াসিম-ওয়াকার

‘এই খেলোয়াড়দের বাড়িতে বসিয়ে রাখুন’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১০ জুন ২০২৪

১১৯ রানে কোনো একটি দলকে বেধে ফেলার পর রানা তাড়া করতে নেমে সংশ্লিষ্ট দলটি ২ উইকেট হারিয়ে ৭২ রান করে ফেললে, তখন কী তাদের পরাজয়ের কোনোই সম্ভাবনা থাকে? উত্তরটা হবে, থাকে। সেটার প্রমাণ দিলো পাকিস্তান। ভারতের বিপক্ষে দারুণ এক জয়ের সুযোগ পেয়েও হেলায় হারিয়ে ফেললো তারা। হারলো ৬ রানের ব্যবধানে।

এমন ম্যাচও কেউ হারে? বাবর আজমদের কর্মকাণ্ডে যারপর নাই বিস্মিত, ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলে দিলেন, পাকিস্তানের এই খেলোয়াড়দের এখনই বাড়িতে পাঠিয়ে দেয়া উচিৎ।

স্টার স্পোর্টসকে ওয়াকার ইউনুস বলেন, ‘ভারত বাজে ব্যাটিং করে দারুণ একটি সুযোগ দিয়েছিলো আমাদেরকে। তারা চাইলে খুব সহজেই ১৪০-১৫০ রান করতে পারতো। শেষ দিকে সাত উইকেট হারানোটা দলের জন্য উপকারী ছিল না। যদিও ভারত দারুণ একটি ভারসাম্যপূর্ণ দল। তারা ভালো ব্যাটিং না করলেও জানতো, তাদের হাতে জসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজের মত বোলার আছে। বোলিং এবং ফিল্ডিং দিয়েই ব্যটিংয়ের ঘাটতি পুষিয়ে দিয়েছে তারা। যেটা তাদেরকে সুপার একটি দলে পরিণত করেছে।’

ওয়াকার মোহাম্মদ রিজওয়ানের নাম করে সমালোচনা করেন। জসপ্রিত বুমরাহকে লাইনের ওপর গিয়ে খেলাটা যে তার কত বড় ভুল ছিল, সেটা মনে করিয়ে দেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এবং কোচ। রিজওয়ানের আউটই ম্যাচের চিত্র বদলে দেয় এবং ম্যাচ ঝুঁকে যায় ভারতের দিকে।

ওয়াকার বলেন, ‘ম্যাচটা পুরোপুরি আমাদের হাতে তখন। সিঙ্গেলস রান নেয়ার বল। কিন্তু রিজওয়ান যে শটটা খেললো, সেটা ছিল খুবই সাধারণ মানের। সে যখনই এমন শট খেলতে যায়, তখনই আউট হয়। আমি বুঝতে পারছিলাম, কিছু একটা ঘটতে যাচ্ছে। কারণ, আমরা বুমরাহ এবং সিরাজের সামর্থ্য সম্পর্কে জানতাম।’

ওয়াকার ইউনুসের সুরেই কথা বলেন কিংবদন্তি পেসার, সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। স্টার স্পোর্টসকে তিনি বলেন, ‘তারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে এবং আমি তাদের কখনই নতুন করে কিছু শেখাতে পারব না। রিজওয়ান নিজের খেলা সম্পর্কে সচেতন নয়। তার জানা দরকার ছিল যে, বুমরাহ উইকেট নেয়ার মত বল ডেলিভারি দিতে পারে। বুদ্ধিমানের কাজ হতো, যদি সতর্কতার সঙ্গে তার বল মোকাবেলা করা হতো। কিন্তু তা না করে রিজওয়ান বড় শট খেলতে গেলো এবং উইকেট হারালো।’

ইফতেখার আহমেদ ও ফাখর জামানের ওপর চটেছেন ওয়াসিম আকরাম। ভারত ১৯ ওভারে ১১৯ রানে আউট হওয়ার পর, পাকিস্তান লো স্কোরিং থ্রিলারে ২০ ওভারে ১১৩ রানে সাত উইকেট হারায় ও ম্যাচটি ছয় রানে হারে। ভারতের ছয় রানের জয় ২০২২ সালের রানার্সআপ পাকিস্তানকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ফেলেছে। এই বিষয়ে ওয়াসিম আক্রম বলেন, ‘ইফতিখার আহমেদ লেগ সাইডে একটি শট ছাড়া আর কোনও শট খেলতে জানে না মনে হয়। তিনি বছরের পর বছর ধরে দলের অংশ হয়ে আছে; কিন্তু ব্যাটই করতে জানে না।’

এরপর ওয়াসিম বলেন, ‘আমি গিয়ে বলতে পারব না যে সচেতনতার সঙ্গে খেলুন ফাখর জামান। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করেন তারা ভালো পারফর্ম না করলে কোচদের বদলে দেওয়া হবে, তাদের কিছুই যাবে আসবে না। কোচ রাখার এবং পুরো দল পরিবর্তন করার সময় এসেছে।’

বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি অধিনায়কত্ব পরিবর্তনের পর থেকে পরস্পর কথা বলছে না। এ নিয়ে ওয়াসিম বলেন, ‘এমন খেলোয়াড় আছে যারা একে অপরের সঙ্গে কথা বলতে চায় না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর আপনারা আপনার দেশের হয়ে খেলছেন। এই খেলোয়াড়দের বাড়িতে বসিয়ে রাখুন।’

এটি ছিল পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে ডিফেন্ড করা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও আটটি ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে ভারত। মাত্র একটি ম্যাচে জিতেছে পাকিস্তান।

আইএইচএস/