পাকিস্তানের বিপক্ষে বর্তমান ফর্ম ধরেই খেলতে চায় যুক্তরাষ্ট্র
আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা দুর্দান্ত- এটি সহজেই বলা যায়। রানখরার বিশ্বকাপে ১৯৪ রান তাড়া করে জয় তো সহজ নয়। তাও আবার ৭ উইকেটে। হোক না প্রতিপক্ষ কানাডা।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্টের ‘পাকিস্তান’ পরীক্ষা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। বিশ্বকাপ পারফরম্যান্স আর পরিসংখ্যানের দিকে তাকালে পাকিস্তানকে দেখা যাবে অনেক সামনে। তবুও ম্যাচ জয়ের ক্ষেত্রে নিজেদের সমান অংশীদার মনে করে যুক্তরাষ্ট্র।
শক্তিশালী পাকিস্তানকে হারাতে নিজেদের বর্তমান ফর্মটিই ধরে খেলতে চায় যুক্তরাষ্ট্র। যেমনটা কানাডার বিপক্ষে খেলেছে মোনাঙ্ক প্যাটেলরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অধিনায়ক প্যাটেল বলেন, ‘অবশ্যই প্রথম ম্যাচটি আমাদের সাহায্য করেছে। আমরা ভালো মোমেন্টাম খুঁজে পেয়েছি। সামনের ম্যাচগুলোতে এই ফর্ম ধরে খেলাটা নিশ্চিত করতে চাই। পাকিস্তান ভালো ও অভিজ্ঞ দল। আমরা যেভাবে ক্রিকেট খেলে এসেছি, সেটিই নিশ্চিত করবো।’
বলা হচ্ছে, পাকিস্তানের পেস আক্রমণ এবার বেশ শক্তিশালী। দলে আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের মতো পেসাররা। অবসর ভেঙে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ আমির।
৪ অভিজ্ঞ পেসার দলে থাকলেও যুক্তরাষ্ট্র অধিনায়ককে সবচেয়ে বেশি ভাবাচ্ছেন আমির।
আমিরকে নিয়ে প্যাটেল বলেন, ‘পাকিস্তানের অনেক অভিজ্ঞ বোলার আছে। আমরা মোহাম্মদ আমিরের দিকে খেয়াল রাখবো। সে অভিজ্ঞ বোলার। আমরা তাকে ভালোভাবে মোকাবেলা করার চেষ্টা করবো।’
এমএইচ/জিকেএস