ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোহিতকে রবি শাস্ত্রী

‘এটি আইপিএল নয় যে হাইওয়ে পিচ পাবেন’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৫ জুন ২০২৪

আইপিএলের এবারে টুর্নামেন্টে হরহামেশাই দুইশোর বেশি রান করেছে দলগুলো। এক দল তো ২৫০ রান টপকেও ম্যাচ জিতেছে। তবে আইপিএলের মতো পিচ বিশ্বকাপে পাওয়া যাবে না, সেটি অনুমেয়ই ছিল। সেটি নিয়েই রোহিত শর্মাকে সতর্ক করলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

আজ জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে আয়ারল্যান্ডকে মাত্র ৯৬ রানেই অলআউট করে ভারত। জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে।

স্টার স্পোর্টসের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে টক শোতে ভারত ও আয়ারল্যান্ড ম্যাচের আগে শাস্ত্রী রোহিত শর্মাকে সতর্ক করে বলেন, ‘আপনাকে এখানের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এখানের পিচগুলোও ভিন্ন। এটা আইপিএল নয় যে হাইওয়ে পিচ পাবেন। এখানে দেখতে হবে কোথায় বাউন্স আসছে, কিভাবে পেস ধরছে পিচে। ক্রিজে এসে ৩-৪ বল আপনাকে অতিরিক্ত মোকাবেলা করে পরিস্থিতি বুঝতে হবে, তারপর আপনাকে আগাতে হবে।’

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই টুর্নামেন্ট জয়ের স্বাদ পায়নি ভারত। তাই অধরা ট্রফির খরা ঘোচাতে এবার বদ্ধপরিকর ভারত।

আরআর/এমএমআর