ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলের ব্যস্ততায় ৯ ক্রিকেটার নিয়ে মাঠে, যা বললেন মার্শ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১৭ পিএম, ০২ জুন ২০২৪

মাঠে নেমে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের সদস্যদেরই। হেড কোচ আন্ড্রে ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ ব্র্যাড হগ, ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেক এমনকি নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন নির্বাচক জর্জ বেইলিও। কেন? কারণ আইপিএল শেষ করে তখনও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কেবল ৯জন ক্রিকেটার।

ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, মার্কোস স্টয়নিস দীর্ঘ আইপিএল শেষ করে দেশে ফেরেন। এরপর কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে দলের সঙ্গে ছিলেন না তারা। ৯ জন ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ার মাঠে নামা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন দেশটির অধিনায়ক মিচেল মার্শ।

শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার জন্য, এটা খুবই সহজ ব্যাপার। আমরা পরিবারে সময় দেওয়াকে গুরুত্ব দেই। তারা আইপিএলে ছিল, যেটি বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি। এরপর হ্যাঁ, তার পরিবারকে দেখা ও এক বা দুই রাতের জন্য নিজের বিছানায় ঘুমানো গুরুত্বপূর্ণ ব্যাপার। সবমিলিয়ে বললে, আমরা সবাই এর মধ্যে দিয়ে গেছি আর এটা সত্যিই সহজ ব্যাপার।’

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ৫ জুন বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। এবার তাদের শিরোপা পুনরুদ্ধার করার মিশন। ২০২১ সালে চ্যাম্পিয়ন হলেও পরের বছর জিতেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে সবাই যোগ দেবেন বলে জানিয়েছেন মার্শ।

তিনি বলেন, ‘এখনও স্টার্ক ও ম্যাক্সওয়েল এসে যোগ দেয়নি, আজকে সকালে তারা আসবে। এরপর আমরা সবাই এখানেই থাকবো। আমার মনে হয় ঘরের ভেতরে কয়েকটা দিন থাকা দল হিসেবে ও ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া থেকে এখানে আসতেও সময় লাগে, এটাও একটা বাড়তি চ্যালেঞ্জ। কিন্তু ৫ তারিখের ম্যাচের জন্য তারা তৈরি।’

এবারের বিশ্বকাপ হচ্ছে ২০ দল নিয়ে। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্বকাপে থাকছে এত দল। বিশ্বের প্রায় সব প্রান্তের প্রতিনিধিই আছে এখানে। এমন টুর্নামেন্ট নিয়ে অবশ্য বাড়তি রোমাঞ্চই কাজ করছে মার্শের। উগান্ডার জার্সি পাওয়ার একটি ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

মার্শ বলেন, ‘আমার মনে হয় অবশ্যই বিশ্বকাপের মতো অনুভূতি হচ্ছে। আগের দিন টিম হোটেলে আমি উগান্ডার জার্সি পেয়েছি, যেটা সত্যিই একটা বিশেষ মুহূর্ত ছিল। এমন ব্যাপার হচ্ছেই। বিশ্বকাপজুড়ে শুধু ক্রিকেটই নয়, দলগুলোর জন্য একটা আলাদা সুযোগও, এখানে আসার অধিকার তারা অর্জন করেছে। এটা একটা বাড়তি রোমাঞ্চ যোগ করেছে, সত্যিই বিশেষ একটা ব্যাপার।’

আইএইচএস/এমএস