ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মালিঙ্গার বিস্ময়কর বোলিংয়ের সেই প্রোভিডেন্স স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৩ মে ২০২৪

চার বলে চার উইকেট! এমন বিস্ময়কর ঘটনাই ২০০৭ বিশ্বকাপে ঘটিয়ে ফেলেছিলেন লাসিথ মালিঙ্গা। তবুও অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে দলকে জেতাতে পারেননি তিনি। তবে ইতিহাসে ঠিকই জায়গা করে নিয়েছিলেন মালিঙ্গা, প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। তার সঙ্গে ইতিহাসে জায়গা করে নিয়েছিল গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামও।

২০০৭ বিশ্বকাপের সুপার লিগ আয়োজনের জন্য ভারতের কাছ থেকে ঋণ নিয়ে তৈরি হয়েছিল স্টেডিয়ামটি। বিশ্বকাপের ছয়টি ম্যাচ হয়েছিল প্রোভিডেন্স স্টেডিয়ামে। এখানেই আবারও বিশ্বকাপের ছোঁয়া লাগছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ হবে এই ভেন্যুতে।

২ জুন প্রোভিডেন্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর গ্রুপ পর্বে এখানকার শেষ ম্যাচটিও খেলবে তারা। উগান্ডার বিপক্ষে ৯ জুন প্রোভিডেন্স স্টেডিয়ামেই নিজেদের শেষ ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। দুই সেমিফাইনালের একটিও হবে এখানেই।

এমনিতে স্লো ধরনের পিচ থাকে গায়ানার মাঠটিতে। স্পিনাররা সুবিধা পান অনেকটা অনুমিতভাবেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচের মধ্যে ১৩টিতে জিতেছে আগে ব্যাট করা দল, ১২টিতে পরে ব্যাট করে জয় পাওয়া গেছে।

নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ভারতের মেয়েদের ১৯৪ রানই এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ২০২২ সালে বাংলাদেশের দেওয়া ১৬৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের জয়টি রেকর্ড।

প্রোভিডেন্স স্টেডিয়াম

প্রতিষ্ঠা: ২০০৬ সালে
ধারণক্ষমতা: ২০,০০০
এবারের বিশ্বকাপে অনুষ্ঠিত হবে: ৬টি ম্যাচ

গ্রুপ পর্ব

২ জুন, ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি
৩ জুন, আফগানিস্তান-উগান্ডা
৫ জুন, উগান্ডা-পাপুয়া নিউগিনি
৭ জুন, আফগানিস্তান-নিউজিল্যান্ড
৮ জুন, ওয়েস্ট ইন্ডিজ-উগান্ডা

সেমিফাইনাল

২৭ জুন,সুপার এইট গ্রুপ ২ চ্যাম্পিয়ন- সুপার এইট গ্রুপ ১ রানার আপ

আইএইচএস/