ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাবর আজমদের খেলায় ‘ব্যক্তিস্বার্থ’ দেখেন কামরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১১ মে ২০২৪

পাকিস্তানের ক্রিকেটাররা দলের স্বার্থের দিকে তাকিয়ে খেলেন না, তারা খেলেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে। যে কারণেই আয়ারল্যান্ডের মতো দলের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়েছে পাকিস্তানকে। এমনি বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল।

নিজের ইউটিউব চ্যানেলে আইরিশদের বিপক্ষে বাবর আজমদের ৫ উইকেটে হারের বিষয়টি আলোচনা করেন কামরান। সেখানে দেওয়া বক্তব্যেই এমন অভিযোগ করেছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার।

বক্তব্যে কামরান পাকিস্তানি ক্রিকেটারদের এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে বলেন। আর না হয়, দলের উন্নতি হবে না বলেও উদ্বেগ প্রকাশ করেন।

কামরান বলেন, ‘আমরা যখন ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো তখন আমরা আরও ভালো খেলতে পারবো। খেলোয়াড়দের অবশ্যই দলের কথা ভাবতে হবে। পরিস্থিতি এমন থেকে গেলে আমরা হারতে থাকবো। আমি দেখছি, খেলোয়াড়রা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। যা দলের জন্য ভালো নয়। টিম ম্যানেজমেন্ট শীঘ্রই এটি চিহ্নিত করবে।’

আইরিশদের প্রথম টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য দিয়েও হেরেছে পাকিস্তান। ম্যাচ হারের কারণ হিসেবে বাজে বোলিং ও ফিল্ডিংকে দায়ী করেছেন বাবর। এদিন বাবরের ফিফটি ম্লান করে নায়ক হয়েছেন আয়ারল্যান্ডের ওপেনার অ্যান্ডি বালবির্নি। ৭৭ রানের ইনিংস খেলে সিরিজে আইরিশদের ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন তিনি।

এমএইচ/জেআইএম